সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করলেও বাস্তব জীবনে সোনু সুদ আদ্যপ্রান্ত ভীষণ ভদ্র একজন মানুষ। সবসময় নিয়ম মেনেই চলার চেষ্টা করেন তিনি। কিন্তু এবার অভিনেতার বিরুদ্ধেই উঠলো নিয়ম ভঙ্গের অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি নিয়ে জলঘোলা হতেই তড়িঘড়ি মুখ খুললেন অভিনেতা।
সোশ্যাল মিডিয়া জুড়ে আচমকাই অভিনেতার একটি ভিডিয়ো ভাইরাল হয়ে যায়, যেখানে খালি গায়ে হেলমেট বিহীন অভিনেতাকে পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে দেখা যায়। শর্টস আর চোখে রোদ চশমা পরিহিত অভিনেতার বাইক চালানোর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছিল, এটা স্পিতি ভ্যালি। এখানে আসল লোকেরাই বাইক চালায়।
আরও পড়ুন: কানের পর বিদেশের মাটিতে ফের দেশি লুকে আলিয়া, কোথায় গেলেন তিনি?
আরও পড়ুন: অভিনয় ছেড়েছেন বহু আগেই, নানার বিরুদ্ধে এনেছিলেন যৌন হেনস্থার অভিযোগ, চিনতে পারছেন ইনি কে?
অভিনেতার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সোনুকে কাণ্ডজ্ঞান হীন বলে কটাক্ষ করেন নেটিজেনরা। যে অভিনেতা নিজে সেভ ড্রাইভ সেভ লাইফ- এর প্রচার করেন তিনি কীভাবে এমন একটি কাজ করে বসলেন, তা নিয়ে প্রশ্ন করেন সকলে।
সোনুর লক্ষ লক্ষ অনুরাগী রয়েছেন, তাদের মধ্যে কেউ যদি অভিনেতাকে দেখে এইভাবে হেলমেট ছাড়া পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে যান, তাহলে তো নির্ঘাত দুর্ঘটনার সম্মুখীন হবেন তিনি। তার দায় কে নেবেন? অভিনেতা নেবেন কি? অনেকে আবার এই পোস্টে স্পিতি ভ্যালির পুলিশকেও ট্যাগ করেন।
গোটা ব্যাপারটি পুলিশের সামনে উঠে আসায় পুলিশের পক্ষ থেকে X হ্যান্ডেলে ঘোষণা করা হয়, অভিনেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে খুব শীঘ্র। ট্রাফিক আইন লঙ্ঘন করার অপরাধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছিল পুলিশের তরফ থেকে। ব্যাপারটা নিয়ে জলঘোলা হতেই তড়িঘড়ি সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন সোনু।
গোটা ব্যাপারটি সামলানোর জন্য এবার হেলমেট পরিহিত একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতা লেখেন, নিরাপত্তা প্রথমে। (হেলমেট ইমোজি)। আমরা সব সময় আইন মেনে চলি। হেলমেট ছাড়া যে ক্লিপিংটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটি একটি স্ক্রিপ্টের অংশ ছিল। দয়া করে এড়িয়ে যান। নিরাপদে এবং স্মার্টভাবে গাড়ি চালান। সব সময় হেলমেট পড়ুন।
আরও পড়ুন: মঞ্চে উঠতেই ঘটল বিপত্তি! গান গাইতে গাইতে আচমকাই পড়ে গেলেন শাকিরা, তারপর?
আরও পড়ুন: হাসিমুখে ছবি পোস্ট যশের, নুসরতের পোস্টেও কী মিলল সমস্যা মেটার ইঙ্গিত?