হাজার হাজার দর্শকদের সামনে লাইভ পারফরম্যান্স করাটা যে কতটা শক্ত ব্যাপার, তা একমাত্র শিল্পীরাই জানেন। সামান্য গাফিলতিও এক এক সময় বিরাট আকার ধারণ করে। শারীরিক বা মানসিক সমস্যাকে অতিক্রম করেও পেশাদারিত্বের পরিচয় দিতে হয় শিল্পীদের। এবার তেমনই একটি ঘটনা ঘটে গেল কলম্বিয়ান পপস্টার শাকিরার সঙ্গে।
এই মুহূর্তে নিজের গানে সারা বিশ্বকে মাতাতে বিশ্ব ভ্রমণে বেরিয়েছেন পপস্টার শাকিরা। কনসার্টের নাম লাস্ট মুহেরেস ইয়া নো লোরান। বাংলায় যার অর্থ মেয়েরা আর কাঁদবে না। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই কনসার্টে ভিড় করছেন গায়িকার গান শোনার জন্য।
আরও পড়ুন: অপেক্ষাতেই লুকিয়ে নিঃস্বার্থ ভালোবাসা, এক অন্য প্রেমের গল্পে বলতে আসছে গৃহপ্রবেশ, প্রকাশ্যে এল ঝলক
আরও পড়ুন: রুপোলি পর্দায় আসছে রতন টাটার বায়োপিক, নাম ভূমিকায় দেখা যাবে কাকে?
কানাডার মন্ট্রিলে এই অনুষ্ঠান চলাকালীনই ঘটে যায় একটি দুর্ঘটনা। গান গাইতে গাইতে আচমকাই মাটিতে পড়ে যান শাকিরা। গায়িকাকে স্টেজের মাঝে পড়ে যেতে দেখে যখন উপস্থিত লক্ষ লক্ষ দর্শক চিন্তিত, ঠিক তখনই সকলকে অবাক করে দিয়ে ফের মঞ্চে উঠে দাঁড়ায় শাকিরা। শুধু তাই নয়, অবলীলায় আবার নাচ করতে করতে গান ধরেন তিনি।
কানাডায় চলতে থাকা অনুষ্ঠানে আচমকা ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অনুরাগীরা প্রাথমিকভাবে শাকিরাকে নিয়ে চিন্তিত হলেও যেভাবে আবার নিজেকে সামলে নেন শাকিরা, তা দেখে সকলের মুখে একটাই কথা, এভাবেও ফিরে আসা যায়। এটাকেই বোধহয় পেশাদারিত্ব বলে।
শাকিরার পারফরম্যান্সের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়া জুড়ে শাকিরার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন আপামর জনগণ। কেউ কেউ লেখেন, ‘আপনি সত্যি রানী’। কেউ কেউ আবার গায়িকার পেশাদারিত্বের প্রশংসা করে বলেন, ‘অসামান্য পেশাদারিত্বের চূড়ান্ত নিদর্শন দেখালেন আপনি’।
আরও পড়ুন: 'মৃত্যুর মুখে ঠেলে…', হঠাৎ কী নিয়ে এমন পোস্ট করলেন ঝিলম?
আরও পড়ুন: চুল কেটে রেডি! পুরনো লুকে নতুন ছবির শ্যুটিং শুরু কার্তিকের
তবে যতই পেশাদারিত্ব দেখান না কেন গায়িকা, আচমকা মঞ্চে পড়ে গিয়ে তিনি যে ভালই আঘাত পেয়েছেন সেটা ভিডিয়ো দেখলেই বোঝা যাচ্ছে। ভিডিয়ো দেখে অনেকেই তাই শাকিরার সুস্থতা কামনা করেও কমেন্ট করেছেন।