রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) আইপিএল জেতার পর হৃদয়বিদারক ঘটনার সাক্ষী থেকেছে পুরো দুনিয়া। বিরাট কোহলিদের সেলিব্রেশনে যোগ দিতে গিয়ে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জনের। আহত হয়েছিলেন বহু।সেই মর্মান্তিক ঘটনার ৮৬ দিন পর নীরবতা ভাঙল আইপিএল চ্য়াম্পিয়নরা ৷রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিজয়োৎসবে পদপিষ্টের ঘটনায় মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হল।পদপিষ্টের ঘটনার পরেই মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছিল। এবার তা বাড়িয়ে ২৫ লক্ষ করা হয়েছে বলে দলের তরফে জানানো হয়েছে।
চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে সম্প্রতি 'আরসিবি কেয়ার্স' নামে একটি উদ্যোগ ঘোষণা করেছে বিরাট কোহলির দল। শনিবার আরসিবি কেয়ার্সের তরফ থেকে জানানো হয়েছে, '৪ জুন, ২০২৫ তারিখে আমাদের হৃদয় ভেঙে গিয়েছিল। সেদিন আমরা আরসিবি পরিবারের ১১ জন মূল্যবান সদস্যকে হারিয়েছিলাম। তারা কেবল আমাদের দলের অংশ ছিলেন না। বরং তারাই ছিলেন সেই মানুষ যারা আমাদের শহর, সম্প্রদায় এবং দলকে বিশেষ করে তুলেছিলেন। তাদের অনুপস্থিতি আমাদের স্মৃতিতে সর্বদা অনুরণিত হবে।' আরসিবি আরও লিখেছে, 'তারা যে শূন্যস্থান রেখে গেছে তা কোনও ভাবেই পূরণ করতে পারব না। তবে গভীর শ্রদ্ধার সঙ্গে, আরসিবি তাদের পরিবারকে ২৫ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি কেবল আর্থিক সহায়তা নয়। এটি আরসিবি কেয়ার্সেরও সূচনা। ভাল কাজের জন্য দীর্ঘমেয়াদী উদ্যোগ। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের প্রতিটি পদক্ষেপ আমাদের ভক্তদের অনুভূতি, প্রত্যাশা এবং সত্যিকার অর্থে প্রাপ্যতা প্রতিফলিত করবে।'
গত ৪ জুন পদপিষ্ট-কাণ্ডের কিছুদিন পরই মৃতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা সাহায্য ঘোষণা করেছিল আরসিবি।একইসঙ্গে পঞ্চাশেরও বেশি আহত অনুরাগীদের চিকিৎসার সুবিধার্থে 'আরসিবি কেয়ার্স' ফান্ডের কথা ঘোষণা করেছিল। যা নিয়ে ওই সময় অনেকের বক্তব্য ছিল, এই সাহায্যের মাধ্যমে আসলে ‘ড্যামেজ কন্ট্রোল’-এর চেষ্টা করা হচ্ছে। তারপর আর এই নিয়ে উচ্চবাচ্য করেনি আরসিবি। এরপর গত বৃহস্পতিবার পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে ‘আরসিবি কেয়ার্স’ নামে নতুন উদ্যোগের কথা ঘোষণা করেছিল আইপিএল চ্যাম্পিয়নরা। আবেগঘন বার্তা দিয়ে আরসিবি পোস্ট করে, 'প্রিয় দ্বাদশ সেনাবাহিনী, তোমাদের জন্য আমাদের এই আন্তরিক চিঠি। আমরা এখানে শেষবার কিছু শেয়ার করার পর প্রায় তিন মাস হয়ে গেল। নীরবতা অনুপস্থিতির প্রকাশ ছিল না, বরং শোকের প্রকাশ ছিল।'
ঘটনার সূত্রপাত
পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে আইপিএল ২০২৫-এর খেতাব জিতে দীর্ঘ ১৮ বছরের খরা কাটিয়েছে আরসিবি। প্রথমবারের মতো আইপিএল ট্রফি জেতার পর, জয়ের আনন্দ ছিল অন্যরকম এক পর্যায়ে। আনন্দে উত্তাল হয়েছিলেন আরসিবি ভক্তরা। কিন্তু সেই উদযাপনের যে মর্মান্তিক পরিণত হবে, তা ভাবনার অগোচরে ছিল। আইপিএল ট্রফি জয়ের পরের দিন, ৪ জুন বেঙ্গালুরুতে আরসিবির ভিকট্রি প্যারেড অনুষ্ঠিত হয়। কিন্তু সেই সময় এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে এবং পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু হয়।আহত হয় বহু মানুষ। চিন্নাস্বামীর পদপিষ্ট হওয়ার ঘটনা তদন্তের জন্য জন মাইকেল ডিকুনার নেতৃত্বে একটি বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়। কমিশনের প্রতিবেদনে, এম. চিন্নাস্বামী স্টেডিয়ামকে বড় ইভেন্টের জন্য নিরাপদ নয় বলে ঘোষণা করা হয়েছে।