রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-এর পেসার যশ দয়াল হঠাৎ করেই বিতর্কে জড়িয়ে পড়েছেন। গাজিয়াবাদের এক মহিলা তাঁর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ‘যৌন শোষণের’ অভিযোগ করেছেন এবং তারকা বোলারের বিরুদ্ধে FIR দায়ের করেছেন। সদ্যই RCB-র হয়ে ২০২৫ সালের আইপিএল ট্রফি জেতা যশ দয়াল অবশেষে এই বিষয়ে মুখ খুলেছেন এবং ওই মহিলার বিরুদ্ধে প্রয়াগরাজ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।
২৭ বছর বয়সি বাঁ-হাতি পেসার যশ দয়াল খুলদাবাদ থানায় অভিযোগ জানিয়ে FIR নথিভুক্ত করার আবেদন করেছেন। NDTV-র হাতে আসা অভিযোগপত্র অনুযায়ী, যশ দয়াল ওই মহিলার বিরুদ্ধে একটি আইফোন ও একটি ল্যাপটপ চুরির অভিযোগও তুলেছেন। দয়াল আরও জানিয়েছেন, ২০২১ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে ওই মহিলার সঙ্গে তাঁর পরিচয় হয়, এরপর তাঁদের মধ্যে কথাবার্তা শুরু হয়।
অভিযোগে জানিয়ে যশ দয়াল দাবি করেছেন, ওই মহিলা তাঁর ও তাঁর পরিবারের চিকিৎসার খরচের অজুহাতে তাঁর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ধার নিয়েছিলেন এবং ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এখনও পর্যন্ত সেই টাকা ফেরত দেননি। তিনি আরও অভিযোগ করেছেন, ওই মহিলা বারবার কেনাকাটার অজুহাতে তাঁর কাছ থেকে টাকা নিয়েছেন। যশ দয়ালের দাবি, তাঁর কাছে এই সমস্ত অভিযোগ প্রমাণ করার মতো যথেষ্ট প্রমাণ আছে।
যখন তিনি জানতে পারেন, ওই মহিলা গাজিয়াবাদ থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, তখন তিনি আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন। তিন পাতার অভিযোগপত্রে যশ দয়াল ওই মহিলা ও তাঁর পরিবারের দু’জন সদস্যসহ আরও কয়েকজনের বিরুদ্ধে FIR দায়েরের দাবি জানিয়েছেন।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গাজিয়াবাদের ইন্দিরাপুরম থানায় ওই মহিলার অভিযোগের ভিত্তিতে যশ দয়ালের (২৭) বিরুদ্ধে FIR রুজু হয়েছে। IPC-র পরিবর্তে সদ্য চালু হওয়া ভারতীয় দণ্ডবিধির (BNS) ৬৯ নম্বর ধারা অনুযায়ী (বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি সহ প্রতারণামূলক উপায়ে যৌন সম্পর্ক স্থাপন) তাঁর বিরুদ্ধে এই মামলা দায়ের হয়েছে।
ওই মহিলা অভিযোগে জানান, তিনি গত পাঁচ বছর ধরে ওই ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে ছিলেন এবং এই সম্পর্কের সময় তিনি শারীরিকভাবে নিপীড়নের শিকার হন। ২১ জুন তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে IGRS (ইন্টিগ্রেটেড গ্রিভ্যান্স রিড্রেসাল সিস্টেম)-এর মাধ্যমে এই অভিযোগ জানানোর পর প্রশাসন তৎপর হয়ে পদক্ষেপ নিয়েছে।