এবার কী টিম ইন্ডিয়ার দুই মহাতারকা ওয়ানডে থেকেও অবসর নিতে চলেছেন? আইসিসি’র ওডিআই র্যাঙ্কিংয়ের তালিকা থেকে হঠাৎ বিরাট কোহলি এবং রোহিত শর্মার নাম উধাও হতেই প্রশ্ন তোলেন ক্রিকেট প্রেমীরা।গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কুড়ির ফরম্যাট ও এই বছর ইংল্যান্ড সিরিজের আগে টেস্ট ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন। কিন্তু এবার অবাক করে দেওয়া ঘটনা ঘটল।পরে অবশ্য ভুল শুধরে ব়্যাংকিং আপডেট করে নিয়েছে বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডি ৷
সাধারণত কোনও ক্রিকেটার অবসর নিলে তাঁকে র্যাঙ্কিংয়ের তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়। টি-টোয়েন্টি এবং টেস্টে বিরাট কোহলি এবং রোহিত শর্মার ক্ষেত্রে সেটাই হয়েছে। অর্থাৎ, 'মেন ইন ব্লু'র হয়ে কেরিয়ারের বাকিটা সময় কেবল ওয়ান-ডে খেলবেন দুই মহাতারকা ৷ শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল 'রো-কো'কে ৷ ওয়ান-ডে'তে টিম ইন্ডিয়ার পরবর্তী অ্য়াসাইনমেন্ট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁদেরই মাটিতে আগামী অক্টোবরে ৷ তার আগে এদিন আইসিসি র্যাঙ্কিং থেকে রোহিত-বিরাটের নাম উধাও হয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন অনুরাগীরা ৷অনেকেই প্রশ্ন তোলেন, তাহলে কি ওয়ান-ডে ক্রিকেট থেকেও অবসরের পথে দু'জনে ? তবে এটাকে সম্পূর্ণ প্রযুক্তিগত ত্রুটি বলেই ধারণা করছিলেন অধিকাংশ অনুরাগীরা ৷ কয়েকঘণ্টা বাদে সেই ধারণাতেই সিলমোহর দিয়ে নিজেদের ভুল শুধরে নিয়েছে আইসিসি ৷
আইসিসি’র ওডিআই র্যাঙ্কিংয়ের নতুন তালিকা
আপডেটেড র্যাঙ্কিংয়ে দেখা যাচ্ছে, ওডিআই ব্যাটারদের তালিকায় একইস্থানে রয়েছেন রোহিত এবং কোহলি ৷ ৭৫৬ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ৷ আর ৭৩৬ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থস্থানেই রয়েছেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ৷ এছাড়াও আইসিসি ওডিআই ব্যাটার ক্রমতালিকার প্রথম দশে রয়েছেন আরও দুই ভারতীয় ব্যাটার৷ ৭৮৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছেন টেস্ট অধিনায়ক শুভমন গিল ৷ যাকে সহ-অধিনায়ক বেছে মঙ্গলবার এশিয়া কাপের দল ঘোষণা করেছে বিসিসিআই ৷ ৭০৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সর্বাধিক রান সংগ্রাহক শ্রেয়স আইয়ার ৷ পাঁচ ম্যাচে ২৪৩ রান এসেছিল মুম্বইকরের ব্যাটে ৷ প্রথম পাঁচে ভারতের তিন ব্যাটার ছাড়া বাকি দুই ব্যাটার হলেন পাকিস্তানের বাবর আজম এবং নিউজিল্যান্ডের ডারিল মিচেল ৷ যথাক্রমে তৃতীয় এবং পঞ্চমস্থানে রয়েছেন দু'জনে ৷