সিনেমার জগতে ঋতুপর্ণা সেনগুপ্তের অবদান যে কতটা, আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এক সময় বাংলা ইন্ডাস্ট্রিকে একাই কাঁধে করে এগিয়ে নিয়ে গিয়েছিলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। আজও নতুন প্রজন্মের সঙ্গে তারে তাল মিলিয়ে অভিনয় করে চলেছেন তিনি। এবার নতুন রূপে সবার সামনে আসতে চলেছেন তিনি।
একজন অসাধারণ অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি যে একজন দুর্দান্ত কবি, তা কি আপনারা জানতেন? জানতেন না নিশ্চয়ই। এবার ঋতুপর্ণার কবিতার বই প্রকাশিত হতে চলেছে খুব শীঘ্রই। আনুষ্ঠানিকভাবে কবি হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন ঋতুপর্ণা।
আরও পড়ুন: ছোটপর্দায় ফিরতে চলেছেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
আরও পড়ুন: বুবলাইয়ের পর এবার মিঠি, একে একে সন্তানরা কেন বিরোধিতা করছে কমলিনীর?
শুধু অভিনয় নয়, সমানতালে সংসার এবং সন্তানকে সময় দেওয়ার পরেও তিনি নিজের জীবনের বিভিন্ন ঘটনা কবিতার আকারে লিখে ফেলেছেন। ব্যক্তিগত জীবন থেকে পেশাগত জীবন, সবটাই তিনি তুলে ধরেছেন তাঁর কবিতার বই ‘মাই ব্যালকনি সি এন্ড আদার পোয়েমস’ বইতে। সেই বই এবার মুক্তি পাবে বিদেশি ভাষায়।
অনেকেই জানেন না, বিগত বহু বছর ধরে কবিতার জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। দীর্ঘদিন ধরে লেখা তাঁর বই অবশেষে মুক্তি পেতে চলেছে। তবে বাংলা ভাষায় নয়, ঋতুপর্ণার কবিতার বই এবার অনুবাদ করা হবে ফরাসি ভাষায়। আগামী ৩০ অগস্ট আলিয়াস ফ্রাঁসোতে হবে এই বই প্রকাশের অনুষ্ঠান।
আরও পড়ুন: ছোটপর্দায় ফিরতে চলেছেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
আরও পড়ুন: বুবলাইয়ের পর এবার মিঠি, একে একে সন্তানরা কেন বিরোধিতা করছে কমলিনীর?
চলতি বছরটা বেশ ব্যস্ততার সঙ্গেই কাটছে ঋতুপর্ণার। একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছে অভিনেত্রীর। আজ অর্থাৎ ২৯ অগস্ট বড় পর্দায় মুক্তি পেয়েছে ঋতুপর্ণা অভিনীত ‘বেলা’। ছেলের জন্মদিনের দিনেই ছবি মুক্তিতে ভীষণ আনন্দিত অভিনেত্রী।
স্বাধীনতার পরবর্তী সময়ে একজন স্বাধীনচেতা মেয়ের গল্প তুলে ধরা হবে এই সিনেমার মধ্যে। বেলা, যিনি শুধুমাত্র একজন রেডিও জকি ছিলেন তা নয় তিনি একাধারে ছিলেন একজন দুর্দান্ত রাঁধুনি এবং চাকুরীজীবী। তবে একটা সময় পর এই মানুষটিকে মানুষ চিনেছেন শুধুমাত্র রান্নার বইয়ের লেখিকা হিসেবে। বেলা জীবনের কত উত্থান পতন দেখেছেন, সেটাই তুলে ধরা হয়েছে এই ছবির মাধ্যমে।