অভিনেত্রী জাহ্নবী কাপুর সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রকাশ করেছেন যে, ভারতের বাইরে থাকাকালীন তিনি হামেশাই অবাঞ্ছিত প্রেমপ্রস্তাব পেতেন। আর সেইসব অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিজেকে বিবাহিত বলে দিতেন পরিচয়। আর নিজের বর কাকে বানাতেন জানেন? নেটপাড়ার জনপ্রিয় মুখ অরহান আওয়াত্রামানি, অর্থাৎ ওরিকে।
জাহ্নবী তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা প্রকাশ করেছেনবলেছেন IMDb-এর মূল সিরিজ Speed Dating-এ, তাঁর পরম সুন্দরী সহ-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সাথে। তিনি প্রেম এবং প্রথম ডেট সম্পর্কে তার মতামত ব্যক্ত করেছেন। আলাপচারিতার সময়, তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, অবাঞ্ছিত প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য তিনি কী সবচেয়ে অদ্ভুত অজুহাত দিয়েছিলেন। জবাবে জাহ্নবী জানিয়েছেন যে, তিনি একবার অরিকে তাঁর স্বামী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন অবাঞ্ছিত প্রেমের প্রস্তাব এড়াতে।
‘আমি অনেকবার বলেছি যে আমি বিবাহিত। LA-র অনেক ওয়েটার আমাকে এসে ফোন নম্বর দিত অথবা আমার অর্ডার করা ছাড়া কিছু এনে দিত। আমি একবার ওরির সঙ্গে ছিলাম এবং ওকে দেখিয়ে বলেছিলাম, ও আমার স্বামী’, এই সাক্ষাৎকারে বলেন জাহ্নবী।
ওরি কে?
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওরি এখন নেটপাড়ার জনপ্রিয় মুখ। সুহানা থেকে জাহ্নবী, সারা আলি খান থেকে অজয়-কাজলের মেয়ে নিসা দেবগন, তারকা-সন্তানদের সঙ্গে হামেশাই দেখা যায় তাঁকে। এমনকী, আম্বানিদের সঙ্গেও ঘনিষ্ঠ ওঠাবসা, বিশেষ করে ইশা আম্বানি ও রাধিকা মার্চেন্টের সঙ্গে। ওরি মাঝে বিগ বসেও ভাগ নিয়েছিলেন। এক সাক্ষাৎকারে ওরি দাবি করেছিলেন যে, বড় বড় পার্টিতে তাঁর সঙ্গে ছবি তুলতে, বেশ মোটা অঙ্কের টাকা খরচ করতে হয়। ওরির লিংকডইন প্রোফাইল থেকে জানা যায়, তিনি মুম্বাইভিত্তিক একজন সমাজকর্মী ও রিলায়েন্স গ্রুপের বিশেষ প্রজেক্ট ম্যানেজার।
কাজের সূত্রে বর্তমানে জাহ্নবীকে পরম সুন্দরী ছবিতে দেখা যাচ্ছে। এই রমকম সিনেমাটিতে দিল্লির এক পঞ্জাবি ছেলে এবং কেরালার এক মালায়ালি-তামিল মেয়ের প্রেম দেখানো হয়েছে। এরপর জাহ্নবীকে বরুণ ধাওয়ান ও সানিয়া মলহোত্রার সঙ্গে সানি সংস্কারি কি তুলসী কুমারী ছবিতে দেখা যাবে।