প্রতি বছরের মতো এ বছরও ধুমধাম করে খান পরিবারে পালিত হল গণেশ চতুর্থী। গণেশ চতুর্থী সকলে পূর্ণ উৎসাহের সাথে উদযাপন করছেন। মুসলিম বাবার সন্তান হলেও হিন্দুধর্মের প্রতি বরাবরই শ্রদ্ধাশীল বলিউডের ভাইজান। অভিনেতার মা হিন্দু, সেলিম খানকে বিয়ের সময় ধর্মান্তরিত হয়েছিলেন সলমনের মা। তবে ছোট থেকেই বাড়িতে সর্বধর্ম সমন্বয়ের পরিবেশেই বেড়ে উঠেছেন সেলিম পুত্র।
প্রতি বছরের মতো এ বছরও সলমন খানের বোন অর্পিতা খানের বাড়িতে গণপতি বাপ্পা বিরাজমান হয়েছিলেন। ধুমধাম করে উৎসব পর্ব মেটবার পর বাপ্পার বিসর্জনে যোগ দেন পুরো খান পরিবার। এদিন নিজের সেলেব তকমা ভুলে ঢাকের তালে মন খুলে ভাসান নৃত্য করলেন সলমন খান।
অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং তাঁর স্বামী জাহির ইকবালও খান পরিবারের গণপতি বিসর্জনের অংশ হয়েছিলেন। অর্পিতা খানের বাড়ির গণপতি বিসর্জনের সময় সালমান খানের উদ্দাম নাচের ভিডিয়ো এবং ছবি ইন্টারনেটে খুব ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা যায়, সলমনকে নীল রঙের টি-শার্ট ও জিনস পরে তুমুল নাচছেন। ঘেমে-নেয়ে একাকার ভাইজান, তবে তাঁর নাচ থামল না। সালমানের পাশাপাশি তার পুরো পরিবারকে ঢাকের তালে নাচতে দেখা যায়। একই সঙ্গে লাল স্যুট পরা অর্পিতাকেও সলমনের সঙ্গে স্টেপ ম্যাচ করতে দেখা যায়।
সোনাক্ষী সিনহা এবং তাঁর স্বামী জাহির ইকবালও গণপতি বিসর্জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সোনাক্ষীকে একটি ভারী স্যুট পরতে এবং চুলে গজরা পরতে দেখা গেছে। সবুজ রঙের শেরওয়ানি পরা জাহির ইকবালকেও বেশ সুন্দর দেখাচ্ছিল। একই সঙ্গে মেয়েকে কোলে নিয়ে তুমুল নাচতেও দেখা যায় আয়ুশ শর্মাকে। আরবাজ খানের ছেলে আরহান এবং সোহেল খানের ছেলে নির্বাণ খানও বাপ্পাকে বিদায় জানানোর সময় হাজির ছিল।
আপতত 'বিগ বস ১৯'- নিয়ে ব্যস্ত সলমন। চলতি সিজনে শোয়ের থিম- ঘরওয়ালোঁ কি সরকার। শোতে একটি নতুন রাজনৈতিক দৃষ্টিকোণ নিয়ে আসা হয়েছে। সেখানে প্রতিযোগীদের ক্ষমতা দখলের লড়াই মূল ফোকাস। জিও হটস্টারে রাত ৯ টায় স্ট্রিম হচ্ছে এবং কালার্স টিভিতে রাত ১০.৩০ টায় প্রচারিত হচ্ছে। শো সম্পর্কে কথা বলতে গিয়ে সলমন একটি বিবৃতিতে বলেছিলেন, 'আমি এখন খুব দীর্ঘ সময় ধরে বিগ বসের অংশ এবং আমরা সবাই জানি, বিগ বস মানেই প্রতি বছর নতুন চমক। আর এইবার ‘ঘরওয়ালো কি সরকার। এই নতুন সিজন নিয়ে আপনাদের মতো আমিও উত্তজিত’।