ওবিসি কোটায় মারাঠা সংরক্ষণ এবং মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশের পদত্যাগ চেয়ে ঐতিহাসিক মুম্বইয়ের আজাদ ময়দানে অনির্দিষ্টকালের অনশন শুরু করলেন সংরক্ষণ আন্দোলনকারী মনোজ জারাঙ্গে। শুক্রবার মনোজ জারাঙ্গের নেতৃত্বে মিছিলের জেরে যানজট তৈরি হল বাণিজ্য নগরীতে। আর তার ফলে নাকাল হলেন অফিস যাত্রীরা।
আরও পড়ুন-'কৌশলগত অংশীদারের মতো...,' ভারতকে ফের বেনজির আক্রমণ ট্রাম্প-সহযোগীর
শুক্রবার সকালে বৃষ্টির মধ্যে কয়েক হাজার কর্মী নিয়ে ‘চলো মুম্বই’ মিছিল করেন মরাঠা কোটা কর্মী মনোজ জারাঙ্গে। শহরের বিভিন্ন দিক থেকে আসা জারাঙ্গের সমর্থকারীদের ভিড়ে কার্যত স্তব্ধ হয়ে যায় মুম্বই। তবে যানজটের আশঙ্কায় মুম্বই পুলিশ আগাম সতর্কতা জারি করেছিল। মিছিলের পরে আজাদ ময়দানে জারাঙ্গে অনশন শুরু করেন। ওই এলাকায় ১৫০০ পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। জানা গেছে, এদিন সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ আজাদ ময়দানে পৌঁছান মনোজ জারাঙ্গে।বুধবার জালনা জেলায় তাঁর গ্রাম থেকে পদযাত্রা শুরু করেছিলেন জারাঙ্গে।মুম্বইয়ে ঢোকার সঙ্গে সঙ্গে তাঁকে স্বাগত জানাতে হাজার হাজার সমর্থক জড়ো হন। সমর্থকদের হাতে ছিল গেরুয়া পতাকা, টুপি ও স্কার্ফ। গর্জন ওঠে বিভিন্ন স্লোগানে। মনোজ জারাঙ্গে বলেন, 'আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমি এখানে থেকেই অনশন চালিয়ে যাব। গুলি করে মেরে ফেললেও আমি পিছু হটব না।তাঁর এই বক্তব্যে উপস্থিত জনতার হাততালি ও স্লোগানে উত্তাল হয়ে ওঠে।
আরও পড়ুন-'কৌশলগত অংশীদারের মতো...,' ভারতকে ফের বেনজির আক্রমণ ট্রাম্প-সহযোগীর
মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, 'সরকারের অসহযোগিতার ফলেই আমাদের পথে নামতে হয়েছে। এখন যখন প্রতিবাদের অনুমতি মিলেছে, তখন আইন মেনে চলতে হবে। পুলিশের সঙ্গে সহযোগিতা করুন। আমাদের আন্দোলনে এমন কিছু যেন না ঘটে যাতে মারাঠা সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।' সমর্থকদের প্রতি মনোজ জারাঙ্গে আবেদন করেন, 'মুম্বইয়ে শৃঙ্খলা বজায় রাখুন। গাড়ি নির্ধারিত স্থানে রাখুন এবং রাস্তা দু’ঘন্টার মধ্যে খালি করুন।' তিনি আরও বলেন, 'রাস্তা অবরোধ করবেন না। মুম্বইবাসীর চলাচলে অসুবিধা যেন না হয়। যাঁরা আজ শহর ছাড়তে চান, তাঁদের যেন কোনও অসুবিধা না হয়।' এদিন মরাঠা সম্প্রদায়ের হাজার হাজার সদস্য দক্ষিণ মুম্বইয়ের আজাদ ময়দানের দিকে যাওয়ার রাস্তায় নেমে আসেন। যার জেরে মুম্বইয়ের কিছু অংশে তীব্র যানজট দেখা দেয়। তবে মুম্বই পুলিশ আজাদ ময়দান সংলগ্ন এলাকায় বিশেষ ট্র্যাফিক নির্দেশিকা জারি করেছে। যান চলাচল এড়াতে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশ মনোজ জারাঙ্গেকে এদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন করার অনুমতি দিয়েছে।পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।