বং ক্রাশ নামটা শুনলেই অনেকের চোখে ভেসে ওঠেন ঋতাভরী চক্রবর্তী। মিষ্টি স্বভাবের এই সুন্দরী নায়িকাকে নিয়ে পাগল বহু পুরুষ। তবে এবার শুধু ঋতাভরী নন, বিকিনি লুকে চমক দিলেন চিত্রাঙ্গদাও। দুই বোনের লাল বিকিনিতে জলকেলির ভিডিয়ো নেটপাড়ার মুখ হাঁ।
শুক্রবার একটি ভিডিয়ো পোস্ট করলেন ঋতাভরী। যেখানে দেখা গেল কোনো হোটেল বা রিসর্টের প্রাইভেট পুলে দুই বোন। ঋতাভরীর মন যদিও ছবি-ভিডিয়ো তোলায়। চিত্রাঙ্গদাকে যদিও সাঁতার কাটতে দেখা গেল। নানান পোজে ছবি তুললেন দুজনে। আর ক্যাপশনে ঋতাভরী লিখলেন, ‘তুমি কী বললে তাতে আমার আর কিছু যায় আসে না, কারণ এটা আমার জীবন।’
দেখা গেলেও মোটেও ট্রোল নন, বরং ঋতাভরীকে ভালোবাসায় ভরালেন তাঁর অনুরাগীরা। একজন লেখেন, ‘তুমি খুব সুন্দর… আমার ফেভারিট’। আরেকজন লেখেন, ‘ললতি থেকে ফুল্লরা… ক্রাশ ফরেভার’।
ললিতা হিসেবেই অভিনয় কেরিয়ার শুরু ঋতাভরীর। ওগো বধূ সুন্দরী দিয়ে এখনও দর্শক মনে রাজত্ব করছেন শতরূপা সান্যাল-কন্যা। এরপর অবশ্য আর ছোট পর্দাতে কাজ করেননি। বড় পর্দাতে একাধিক সিনেমায় কাজ করেন। শ্রীমতী ভয়ংকরী, ব্রহ্মা জানেন গোপন কম্মটি-র মতো সিনেমা রয়েছে ঋতাভরীর ঝুলিতে। তবে তাঁর শেষ দুটি কাজ, ফাটাফাটি ও বহুরূপী ঋতাভরীর কেরিয়ারের অন্যতম বড় মাইলস্টোন। ফাটাফাটি সিনেমাতেই ঋতাভরীর চরিত্রের নাম ছিল ফুল্লরা। যেখানে এক প্লাস সাইজ মহিলার স্বপ্ন পূরণের গল্প ছিল। মডেল হিসেবে, ফ্যাশন ডিজাইনার হিসেবে ফুল্লরা ভেঙেছিল সাইজ জিরো-র মিথ।
ঋতাভরীর-র দিদি চিত্রাঙ্গদাও অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন। হিন্দি ও বাংলা, দুই ইন্ডাস্ট্রিতেই চুটিয়ে কাজ করছেন।