প্লুটোর আত্মহত্যার ট্র্র্যাক ঘিরে বিতর্কের শেষ নেই। কিন্তু একথা বলার অপেক্ষা রাখে না, প্লুটোর মৃত্যু দেখিয়ে টিআরপি তালিকায় হইচই ফেলে দিয়েছেন লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়। চলতি সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম দুই আবারও জায়গা করে নিয়েছে স্টার জলসার তিনটি মেগা। এই লড়াইয়ে অনেকটা পিছিয়ে জি বাংলা।
মূলত নারীকেন্দ্রিক বাংলা টেলিভিশনের দুনিয়ায় দর্শককে ভিন্ন স্বাদ দিয়েছে পরশুরাম আজকের নায়ক। শাশুড়ি-বউমার কোন্দল, প্রেম-পরকীয়ার বাইরে গিয়ে টানটান গল্প আর অ্যাকশন নির্ভর এই মেগাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে দর্শক। সেই ধারা চলতি সপ্তাহেও অব্য়াহত রয়েছে।
চিরসখা ও রানী ভবানীর সাঁড়াশি আক্রমণে বেশ চাপে রয়েছেন তৃণা-ইন্দ্রজিৎরা। তবে উনিশ-বিশের ফারাক বজায় রেখে শীর্ষস্থান ধরে রাখলেন পরশুরাম আজকের নায়ক। প্রাপ্ত নম্বর ৭.০। ওদিকে যৌথভাবে দ্বিতীয়স্থান দখল করেছেন রাণী ভবানী এবং চিরসখা, সংগ্রহে ৬.৯ নম্বর।
একটা সময় টানা টিআরপি তালিকায় শীর্ষে থেকেছে পরিণীতা। সেই আসন হারালেও চ্যানেলের টপারের তকমা ধরে রাখল রায়ান-পারুল। জগদ্ধাত্রীর সঙ্গে তৃতীয়স্থান ভাগ করে নিয়েঠছেন তাঁরা। রেটিং ৬.৬। সেরা পাঁচে জায়গা পেয়েছে ফুলকি এবং রাঙামতি তিরন্দাজও।
এক নজরে দেখুন সেরা দশের তালিকা-
প্রথম- পরশুরাম ৭.০
দ্বিতীয়- রাণী ভবানী , চিরসখা ৬.৯
তৃতীয়- জগদ্ধাত্রী , পরিণীতা ৬.৬
চতুর্থ- ফুলকি ৬.৪
পঞ্চম- রাঙামতি তীরন্দাজ ৬.১
ষষ্ঠ- চিরদিনই তুমি যে আমার ৬.০
সপ্তম- আমাদের দাদামণি-৫.৮
অষ্টম- অনুরাগের ছোঁয়া+গৃহপ্রবেশ (১৫ মিনিট)- ৫.৫
নবম- কথা ৪.৮
দশম- তুই আমার হিরো- ৪.৫
টিআরপি তালিকায় আপতত এগিয়ে জলসা। সেই নিরিখেই দুটো মেগা শেষ করল জি বাংলা। মিত্তির বাড়ির পর ঝাঁপ বন্ধ হল কোন গোপনে মন ভেসেছে মেগারও। নতুন সংযোজন কনে দেখা আলো ও জোয়ার ভাঁটা। কনে দেখা আলো শুরু হয়েছে ২৫ অগস্ট সোমবার থেকে, রাত সাড়ে ৯টার স্লটে। জোয়ার ভাঁটা আসছে কোন গোপনে মন ভেসেছের স্থানে।
ওদিকে শেষ হচ্ছে অনুরাগের ছোঁয়া। হ্যাঁ, বর্তমানে বাংলা টেলিভিশনের সবচেয়ে পুরোনো এই ধারাবাহিকের বর্তমান গল্পে ইতি পড়বে। সূর্য-দীপার বদলে নতুন চরিত্র এবং গল্প নিয়ে একই স্লটে শুরু হবে নতুন মেগা। সিরিয়ালের নাম অবশ্য একই থাকছে। সেই মেগার মুখ হবেন রাহুল মজুমদার, তিয়াসা লেপচা এবং স্বস্তিকা (দীপা)।