১৪ অগস্ট স্বাধীনতা দিবসের আবহে মুক্তি পেয়েছিল রজনীকান্তের ‘কুলি’ ও হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর-এর ছবি ‘ওয়ার ২’। ফলে শুরু থেকেই আয়ের দিক থেকে দুই সুপারস্টারের ছবির মধ্যে তীব্র প্রতিযোগিতা ছিল। ইতিমধ্যে, 'কুলি' এবং 'ওয়ার ২'-এর ১৫তম দিনের কালেকশন প্রকাশ্যে এসেছে। জেনে নেওয়া যাক কে কার থেকে বেশি এগিয়ে?
আরও পড়ুন: 'দেশু যদি আবার করতে হয়, তাহলে সেটা হয়তো আমিই করতে পারব…', ধূমকেতু ২ নিয়ে ইঙ্গিত রানার?
রজনীকান্ত অভিনীত 'কুলি' ছবিটি পরিচালনা করেছেন লোকেশ কানাগরাজ। 'কুলি' ছবির বাজেট ৩৫০ কোটি টাকা বলে জানা গিয়েছে। এর জন্য রজনীকান্ত ২০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। রজনীকান্ত ছাড়াও ছবিটিতে নাগার্জুন, শ্রুতি হাসান এবং আমির খানের বিশেষ ক্যামিও রয়েছে। 'কুলি' প্রথম দিনে ৬৫ কোটি টাকা আয় করেছিল। এবার বৃহস্পতিবারের প্রাথমিক পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে। স্যাকনিল্কের প্রাথমিক প্রতিবেদন অনুসারে, 'কুলি' ১৫তম দিনে ১.৭৫ কোটি টাকা আয় করেছে। ভারতীয় বক্স অফিসে এখন পর্যন্ত ছবিটির মোট আয় ২৭০.৮৫ কোটি টাকা।
আরও পড়ুন: 'দল আমার কাজে বাধার সৃষ্টি করেনি', ছবির নাম ‘হোক কলরব’ রাখা নিয়ে মুখ খুললেন তৃণমূল নেতা-পরিচালক রাজ
'কুলি'-এর দিনভিত্তিক আয় দেখুন
প্রথম দিন - ৬৫ কোটি টাকা
দ্বিতীয় দিন - ৫৪.৭৫ কোটি টাকা
তৃতীয় দিন - ৩৯.৫ কোটি টাকা
চতুর্থ দিন - ৩৫.২৫ কোটি টাকা
পঞ্চম দিন - ১২ কোটি টাকা
ষষ্ঠ দিন - ৯.৫ কোটি টাকা
সপ্তম দিন - ৭.৫ কোটি টাকা
অষ্টম দিন - ৬.১৫ কোটি টাকা
নবম দিন - ৫.৮৫ কোটি টাকা
দশম দিন - ১০.৫ কোটি টাকা
১১তম দিন - ১১.৩৫ কোটি টাকা
১২তম দিন - ৩.২৫ কোটি টাকা
১৩তম দিন - ৩.৬৫ কোটি টাকা
১৪তম দিন - ৪.৮৫ কোটি টাকা
১৫তম দিন - ১.৭৫ কোটি টাকা (প্রাথমিক প্রতিবেদন)
মোট সংগ্রহ - ২৭০.৮৫ কোটি টাকা (প্রাথমিক প্রতিবেদন)
'ওয়ার ২' ছবিতে হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন কিয়ারা আডবানী, টাইগার শ্রফ, আশুতোষ রানার মতো অভিনেতারা। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির বাজেট ৪০০ কোটি টাকা। 'ওয়ার ২' প্রথম দিনে ৫২ কোটি টাকা আয় করেছিল। এবার, বৃহস্পতিবারের প্রাথমিক পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে। স্যাকনিল্কের প্রাথমিক প্রতিবেদন অনুসারে, 'ওয়ার ২' ১৫তম দিনে ১.৫০ কোটি টাকা আয় করেছে। ভারতীয় বক্স অফিসে এখন পর্যন্ত ছবিটির মোট আয় ২৩১.২৫ কোটি টাকা।
ওয়ার ২'-এর দিনভিত্তিক আয় দেখুন
প্রথম দিন - ৫২ কোটি টাকা
দ্বিতীয় দিন - ৫৭.৮৫ কোটি টাকা
তৃতীয় দিন - ৩৩.২৫ কোটি টাকা
চতুর্থ দিন - ৩২.৬৫ কোটি টাকা
পঞ্চম দিন - ৮.৭৫ কোটি টাকা
ষষ্ঠ দিন - ৯ কোটি টাকা
সপ্তম দিন - ৫.৭৫ কোটি টাকা
অষ্টম দিন - ৫ কোটি টাকা
নবম দিন - ৪ কোটি টাকা
দশম দিন - ৬.৮৫ কোটি টাকা
১১তম দিন - ৭.২৫ কোটি টাকা
১২তম দিন ২.১৫ কোটি টাকা
১৩তম দিন - ২.৭৫ কোটি টাকা
১৪তম দিন - ২.৫ কোটি টাকা
১৫তম দিন - ১.৫০ কোটি টাকা (প্রাথমিক প্রতিবেদন)
মোট সংগ্রহ - ২৩১.২৫ কোটি টাকা (প্রাথমিক প্রতিবেদন