তাঁর কেরিয়ার জুড়ে বিতর্কের অন্ত নেই। একটা সময় নীল ছবির দুনিয়ার রানি ছিলেন সানি লিওনি। কিন্তু সেই বিতর্কিত অতীত ভুলে এখন বলিউডে পাকা জায়গা করে নিয়েছেন সানি। বিগ বসের সঙ্গে নতুন জীবন শুরু করেছিলেন এই সুন্দরী।
গত এক দশকে ব্যক্তিগত জীবনেও অনেকদূর এগিয়ে গিয়েছেন বলিউডের বেবি ডল। এখন তিন সন্তানের মা সানি লিওন। লাতুরের বস্তি থেকে মেয়ে নিশাকে দত্তক নিয়েছিলেন সানি ও তাঁর স্বামী ড্যানিয়েল। এরপর সারোগেসির মাধ্যমে দুই যমজ পুত্র সন্তানের জননী হন সানি।
সম্প্রতি নিজের সারোগেসি নিয়ে খোলামেলা কথা বলেছেন সানি। গর্ভ ভাড়া নিতে কত টাকা ব্যয় করেছিলেন সেই তথ্যও সামনে এনেছেন। সানি জানান, সারোগেট মাকে তিনি অনেক টাকা দিয়েছেন। তিনি তাঁর স্বামীকে টাকাও দিয়েছিলেন যাতে তিনি অন্তঃসত্ত্বা স্ত্রীর যত্ন নেওয়ার জন্য কাজ থেকে ছুটি নিতে পারেন। সোহা আলি খানের পডকাস্টে সানি লিওন তাঁর সারোগেসির জার্নি নিয়ে কথা বলেছেন। ট্রেলারে সোহা ব্যাখ্যা করেছেন, 'আজকের পর্বে বাবা-মা হওয়ার দুটি উপায় নিয়ে আলোচনা করা হবে। এরপর সানি বলেন, ‘আমার মনে ছিল যে আমি একটি সন্তান দত্তক নিতে চাই। আমরা দত্তক নেওয়ার জন্য আবেদন করেছি। যেদিন আইভিএফ হয়েছিল, আমরা একটা ফুটফুটে বাচ্চা মেয়ে পেয়েছিলাম’। ফিগার নষ্ট হয়ে যাবে বলেই নাকি নায়িকারা মা হতে চান না, এমন রটনা কম নয়।
সোহা সারসরি সানিকে জিজ্ঞাসা করেছিলেন যে গর্ভাবস্থা বহন করতে চাননি বলেই সারোগেসির সিদ্ধান্ত ইচ্ছাকৃতভাবে নেওয়া হয়েছিল কিনা? উত্তরে সানি বলেন, ‘হ্যাঁ, ছিল।’ সোহা সারোগেসির খরচ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। উত্তরে সানি বলেন, ‘আমরা সাপ্তাহিক ফি দিতাম। তাঁর স্বামীকেও ছুটি নেওয়ার জন্য টাকা দেওয়া হয়েছিল। সারোগেসির জন্য টাকা পেতেন ওই মহিলা। মানে, আমরা অনেক টাকা দিয়েছি। তিনি একটি বাড়ি কিনেছিলেন এবং একটি বড় আকারে বিয়েও করেছিলেন’।
২০১৭ সালে কন্যা সন্তান দত্তক নেন সানি। পরের বছরই সারোগেসির মাধ্যমে আশের ও নোয়ার জন্ম দেন সানি ও ড্যানিয়েল। সেইসময় ভারতে কমার্শিয়াল সারোগেসি আইনসিদ্ধ ছিল। সানি একা নন, এই পথে হেঁটে মা হয়েছেন গৌরী খান (ছোট ছেলে আব্রাম), কিরণ রাও (আজাদ) থেকে শিল্পা শেট্টি, একতা কাপুররা। সারোগেসির মাধ্যমেই যমজ সন্তানের বাবা হয়েছেন করণ জোহর, তুষার কাপুরও। তবে ২০২২ সালে সারোগেসি সংক্রান্ত আইনে বড় বদল আনে ভারত সরকার।
ওই বছর জানুয়ারি মাস থেকে দেশে নিষিদ্ধ ঘোষিত হয়েছে টাকার বিনিময়ে গর্ভধারণ বা কমর্শিয়াল সারোগেসি। নির্দিষ্ট কিছু শর্তেই চিকিৎসা বিজ্ঞানের এই আর্শীবাদকে সন্তান লাভের রাস্তা হিসাবে বাছতে পারবেন ভারতীয় দম্পতিরা। গত বছর ডিসেম্বরে পাশ হয়, ‘দ্য সারোগেসি (রেগুলেশান) অ্যাক্ট, ২০২১’, তা কার্যকরী হয় ২০২২ সালের ২৫শে জানুয়ারি থেকে। এই আইনের জেরে ভারতে সম্পূর্ণরূপে নিষিদ্ধ অর্থের বিনিময়ে সারোগেসি। এর পরবর্তী সময়ে সারোগেসির মাধ্যমে মা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। যদিও মার্কিন মুলুকে কর্মাশিয়াল সারোগেসি নিয়ে কোনও বিধিনিষেধ নেই।