ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকে ছোটপর্দার জাঁদরেল খলনায়িকা, গত কয়েক বছরে শোবিজ জগতে লম্বা পথ পার করেছেন অহনা দত্ত। তাঁর ব্যক্তিগত জীবন হামেশাই থেকেছে চর্চায়। মা চাঁদনি সাহার সঙ্গে তাঁর দূরত্ব, ভালোবাসার মানুষের হাত ধরতে মায়ের সঙ্গে সম্পর্কের পাঠ চুকিয়েছেন অহনা। এখন তিনি নিজে মা হয়েছেন। মাতৃত্বের খুঁটিনাটি সবটাই শিখছেন ধীরে ধীরে।
মাতৃত্বের অনুভূতি প্রতি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন অহনা। ২৮শে অগস্ট অহনার মাতৃত্বের একমাস পূর্ণ হল। গত ২৮শে জুলাই ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন অনুরাগের ছোঁয়া খ্যাত অভিনেত্রী। এদিন রূপটান শিল্পী, স্বামী দীপঙ্করের সঙ্গে মেয়ে, মীরার মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। মেয়ের মুখ অবশ্য প্রকাশ্যে আনেননি অহনা। স্টিকার দিয়ে মুখ ডেকে দিয়েছেন।
ছবিতে বাবা-মায়ের মাঝখানে শুয়ে থাকতে দেখা গিয়েছে ছোট্ট মীরাকে। তাঁর পরনে রঙবেরঙের স্ট্রাইপ কাটা হাফহাতা জামা। ফুটফুটে রঙ, মাথাভর্তি চুল। নরম তুলতুলে হাত দিয়ে মায়ের আঙুল শক্ত করে ধরে রয়েছে মীরা।
মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে অহনা লিখেছেন, ‘হ্যাপি ওয়ান মান্থ, আমাদের পরী…’। হাতকাটা লাল মেটারনিটি পোশাকে শুয়ে রয়েছেন অহনা, পাশে হলুদ টি-শার্টে দীপঙ্কর। দুজনের ঠোঁটের কোণায় প্রশান্তি। সারাক্ষণ মেয়েকে আগলে রয়েছেন বাবা-মা।
এদিন মাতৃত্বের জার্নি নিয়ে কথা বলতে গিয়ে অহনা এক ভিডিয়োতে বলেন, ‘আগে আমার সোনা মা একটু টয়লেট করত হাত ধুতাম, একটু পটি করত হাত ধুতাম। এখন আর এইসবের কোনও প্রশ্নই ওঠে না। আমার সোনা মা পটি করে, অনেক টয়লেট করে… আমি ওই হাতেই খেয়ে নিচ্ছি। কারণ এখন আর আমার যায় আসে না। তোমাদের সঙ্গেও কী এইরকমই ঘটেছে? কমেন্ট করে জানাও’।
ডিভোর্সি এবং বয়সে বড় দীপঙ্করের সঙ্গে মেয়ের সম্পর্কে সায় ছিল না চাঁদনির। তিনি চেয়েছিলেন মেয়ে এই সম্পর্ক ভেঙে বেরিয়ে আসুক। তবে মায়ের কথায় কান দেননি অহনা। বরং মায়ের সঙ্গেই সম্পর্কের পাঠ চুকিয়েছেন। আপতত সুস্থভাবে মেয়েকে বড় করে তুলতে চান অহনা। প্রয়াত শাশুড়ি মায়ের নামে মেয়ের নাম রেখেছেন মীরা। এখন মীরাই অহনার গোটা জগত।