চলতি মাসেই মুক্তি পেয়েছে 'ধূমকেতু'। তা নিয়ে বাংলা সিনে প্রেমিদের উন্মাদনা তুঙ্গে। তবে এই ছবির প্রচারের সময় দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখার পর থেকেই রুক্মিণীকে নানা কটাক্ষের শিকার হতে হয়েছিল। মিমের বন্যা বয়ে গিয়েছিল তাঁকে নিয়ে। তা নিয়ে দেব থেকে কৌশিক গঙ্গোপাধ্যায় সকলেই প্রতিবাদ জানিয়েছিলেন। সম্প্রতি ট্রোলারদের কড়া জবাব দিয়েছিলেন রানা সরকার। আর তা করতেই রানাকে নিয়েও সমাজমাধ্যমের পাতায় ব্যাপক ট্রোল শুরু হয়। সেই ট্রোলাদের এবার তুলোধনা করলেন প্রযোজক। সঙ্গে দেব-শুভশ্রী জুটিকে ফিরিয়ে নিয়ে আসা ও 'ধূমকেতু ২' প্রসঙ্গে মুখ খুললেন রানা। '
আরও পড়ুন: 'দল আমার কাজে বাধার সৃষ্টি করেনি', ছবির নাম ‘হোক কলরব’ রাখা নিয়ে মুখ খুললেন তৃণমূল নেতা-পরিচালক রাজ
বৃহস্পতিবার তিনি সমাজমাধ্যমের পাতায় একটি ছবি পোস্ট করে লেখেন, ‘দেব-শুভশ্রী আবার? হে মোর আপামর ফ্যানগণ… যাঁরা আমাকে ট্রোল করছেন তাঁরা এটা মাথায় রাখবেন DeSu যদি আবার করতে হয় তাহলে সেটা হয়তো আমিই করতে পারব। সেটা ‘ধূমকেতু-২’ হোক বা অন্য কোনও সিনেমা।’
তিনি আরও লেখেন, ‘আমার পরের সিনেমা সৃজিত মুখোপাধ্যায়ের 'লহ গৌরাঙ্গের নাম রে…'-তে শুভশ্রী গঙ্গোপাধ্যায় অন্যতম প্রধান চরিত্রে। আমি রুক্মিণী মৈত্রর সঙ্গেও সিনেমা করার জন্য অপেক্ষা করে আছি। প্রযোজক হিসেবে আমার কাছে দেব-শুভশ্রী-রুক্মিণী-রুদ্রনীল সকলেই সম্মানে সমান। কে বড়, কে ছোট সেই বিচার করার কথা আমি ভাবি না। আমি শুভশ্রী বা রুক্মিণী কাউকেই কোনও দিন অসম্মান করিনি, করবও না। আর এইসব অকথা কুকথা বলে ট্রোল করছেন যাঁরা, তারা মাথায় রাখবেন এটা তো ট্রেলার ছিল, ফিল্ম আভি বি বাকি হ্যায়। বাংলা সিনেমার স্বার্থে আশাবাদী হোন, ট্রোলবাদী নয়। 'ধূমকেতু'কে ৩০ কোটি পার করতে হবে না? না হলে বার বার দেশু হবে কি? জয় মানবিকতা। জয় বাংলা সিনেমা।'
আরও পড়ুন: পুলের জলে মনোকিনিতে 'হট মাম্মা' পিয়া! মা হওয়ার পর প্রথম জন্মদিন, কত বছর বয়স হল পরম-পত্নীর?
প্রসঙ্গত, ১০ বছর দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখা যায়নি, একটি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান ছাড়া। কারণ দেব-শুভশ্রী কেবল পর্দায় জনপ্রিয় জুটিই নয়। একটা সময় বাস্তবেও চুটিয়ে প্রেম করতেন তাঁরা। তা ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। তবে পড়ে মতের অমিল থাকায় পথ হয় আলাদা। নেমে আসে বিচ্ছেদ। যদিও বিচ্ছেদের পরই ‘ধূমকেতু’তে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। কিন্তু 'ধূমকেতু'ও সেই সময় নানা জটিলতায় মুক্তি পায়নি। কিন্তু ১০ বছর ধরে 'দেশু' অনুরাগীরা জ্বালিয়ে রেখেছিল 'ধূমকেতু' আঁচ। দর্শকদের মুখে হাসি ফোঁটাতে নির্মাতারা সব জটিলতা কাটিয়ে ১০ বছর পর এই ছবি মুক্তি দিতে সক্ষম হলেন।