প্রত্যেক বছরের মতো এই বছরও গণেশ চতুর্থীর দিন সলমন খানের পরিবারে খুশির জোয়ার। সদস্যদের সাথে গণেশ চতুর্থী উদযাপনে মাতলেন ভাইজান। অভিনেতার মা হিন্দু, সেলিম খানকে বিয়ের সময় ধর্মান্তরিত হয়েছিলেন সলমনের মা। তবে ছোট থেকেই বাড়িতে সর্বধর্ম সমন্বয়ের পরিবেশেই বেড়ে উঠেছেন সেলিম পুত্র। সবধর্মের প্রতিই সমান শ্রদ্ধাশীল সলমনের গোটা পরিবার।
এই বছর বোন অর্পিতা খান শর্মার বাড়িতে গণেশ বন্দনায় অংশ নিয়েছেন সলমন। গণপতি বাপ্পার আরাধনায় একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেতা।
ফুল দিয়ে সজ্জিত বাপ্পার অপরূপ রূপ আপনাকে মুগ্ধ করবে। প্রথমে সালমানের মা সালমা খান ও তাঁর বাবা সেলিম খান গণেশ আরতি করেন। এরপর আরতির থালা হাতে তুলে নেন ভাইজান। অভিনেতার পরনে ছিল একটি কালো শার্ট এবং বেইজ প্যান্ট। এরপর একে একে পরিবারের বাকি সদস্যরাও পুজো করেন। আরবাজ খান, সোহেল খান, আলভিরা খান, অতুল অগ্নিহোত্রী, আলিজেহ অগ্নিহোত্রী, আয়ান অগ্নিহোত্রী, অর্পিতা, আয়ুষ শর্মা, আহিল শর্মা এবং আয়াত শর্মাকেও আরতি করতে দেখা গেছে। তারকা দম্পতি রীতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডি'সুজা এবং তাদের সন্তানরাও এই উৎসবে অংশ নিয়েছিলেন।
প্রসঙ্গত, বহু বছর ধরেই সলমন খানের বাড়িতে গণপতি আরাধনা হয়ে থাকে, প্রথমে এই পুজো সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেই হত। তবে পরে বোন অর্পিতার আবদারে এই পুজো বেশ কয়েক বছর তাঁর বাড়িতেই হচ্ছে।
অভিনেতাকে শেষবার রূপোলি পর্দায় দেখা গিয়েছিল এ আর মুরুগাদোসের 'সিকান্দার' ছবিতে। ছবিতে সলমনের বিপরীতে অভিনয় করেছেন রশ্মিকা মান্দানা। অপূর্ব লাখিয়া পরিচালিত 'ব্যাটল অফ গালওয়ান'-এ ভারতীয় সেনার এক জওয়ানের চরিত্রে অভিনয় করার প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা। ২০২০ সালে ভারত-চিন সীমান্তে গালওয়ান উপত্যকার সংঘর্ষের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবি।
আপতত 'বিগ বস ১৯'- নিয়ে ব্যস্ত সলমন। চলতি সিজনে শোয়ের থিম- ঘরওয়ালোঁ কি সরকার। শোতে একটি নতুন রাজনৈতিক দৃষ্টিকোণ নিয়ে আসা হয়েছে। সেখানে প্রতিযোগীদের ক্ষমতা দখলের লড়াই মূল ফোকাস। জিও হটস্টারে রাত ৯ টায় স্ট্রিম হচ্ছে এবং কালার্স টিভিতে রাত ১০.৩০ টায় প্রচারিত হচ্ছে। শো সম্পর্কে কথা বলতে গিয়ে সলমন একটি বিবৃতিতে বলেছিলেন, 'আমি এখন খুব দীর্ঘ সময় ধরে বিগ বসের অংশ এবং আমরা সবাই জানি, বিগ বস মানেই প্রতি বছর নতুন চমক। আর এইবার ‘ঘরওয়ালো কি সরকার। এই নতুন সিজন নিয়ে আপনাদের মতো আমিও উত্তজিত’।