১ জুন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। ছেলে জন্মেছে মাত্র ৩ মাস হল, এর মধ্যেই ছেলের শিক্ষার প্রাথমিক ধাপ শুরু করে দিলেন পরম-পিয়া। শুনে নিশ্চয়ই খুব অবাক হচ্ছেন। তাহলে একটু খোলসা করে বলা যাক।
এখনও ছেলের ছবি প্রকাশ্যে আনেননি তাঁরা। তাই একরত্তিকে দেখার জন্য পরমের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে খুদের ছবি এখনও প্রকাশ্যে না আনলেও নানা সময় তার নানা ঝলক দেখা যায় পরম-পিয়ার পোস্টে। আর ফের সে রকমই একটি পোস্ট অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন পিয়া। সেখানেই দেখা গেল তাঁরা শুরু করে দিয়েছেন ছেলের শিক্ষার প্রথম ধাপ।
পিয়া বুধবার একটি ছবি সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিয়েছেন সেখানেই দেখা গিয়েছে বিছানার উপর উপুড় হয়ে শুয়ে একরত্তি। তাঁর চোখের সামনে রাখা নানা সাদা কালো প্যাটার্ন। ছবিটি পিয়া তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে লেখেন, 'ইটস টামি টাইম।
টামি টাইম হল এমন একটি পদ্ধতি যেখানে শিশুকে জেগে থাকা অবস্থায় এবং তত্ত্বাবধানে রেখে কিছুক্ষণ উপুড় করে শুইয়ে রাখা হয়। এটি শিশুর ঘাড়, কাঁধ, এবং পিঠের পেশী শক্তিশালী করতে সাহায্য করে। মাথার খুলির বিকৃতি রোধ করে এবং সামগ্রিক ভাবে দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে। তাই বর্তমানে চিকিৎসকরাই পরামর্শ দেন শিশুদের টামি টাইম করানোর। সেই ছবিই ভাগ করে নেন পিয়া।
আরও পড়ুন: নুসরতকে ছাড়াই গণেশ চতুর্থী পালন যশের! দেব থেকে শুভশ্রী-সহ টলি সেলেবদের গণেশ উৎসবের নানা মুহূর্ত
অন্যদিকে, খুদের সামনে রাখা সাদা কালো প্যাটার্ন আসলে শিশুদের মস্তিকের বিকাশের জন্য খুবই কার্যকরী। তিন চারমাস বয়স থেকেই সাদা কালো নানা প্যাটার্ন দেখানোর পরামর্শ দেন মনোবিদরা। আর পিয়া নিজেও একজন সমাজকর্মী। তাঁকেও মাঝে মাঝে সমাজমাধ্যমে মানসিক সুস্থতা প্রসঙ্গে নানা কথা বলতে শোনা যায়। তাই সেই জায়গা থেকেই ছেলের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি তা বোঝাই যাচ্ছে।

উল্লেখ্য, সন্তান জন্মের আগে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ছেড়ে, একটি বাড়ি কিনেছিলেন পরমব্রত আর পিয়া। যাতে খোলামেলা পরিবেশে বড় হতে পারে তাঁদের সন্তান। পাড়ার মাঠে বা পার্কে খেলা করতে পারে, আশেপাশের মানুষের সঙ্গে মিশতে পারে, আর পাঁচটা সাধারণ বাচ্চার মতোই বড় হয়ে ওঠে, মা-বাবার তারকা-খ্যাতির উপরে উঠে।