কিছুদিন আগেই ‘রক্তবীজ ২’-এর অফিসিয়াল টিজার মুক্তি পেয়েছিল। আজ দেশ জুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। আর এই বিশেষ দিনেই উইন্ডোজ দিল বিরাট এক চমক। 'রক্তবীজ ২' নিয়ে বড় আপডেট দিল প্রযোজনা সংস্থা।
আরও পড়ুন: গণেশ চতুর্থীতে মন খারাপ শিল্পার! ‘বাড়ি অসম্পূর্ণ…’, কার কথা মনে পড়ায় এমন লিখলেন নায়িকা?
বুধবার উইন্ডোজ প্রোডাকশন হাউজের পক্ষ থেকে একটি ছোট্ট ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা গিয়েছে ‘রক্তবীজ’ লেখাটা ফুটে উঠছে, তবে এক নতুন চমকের সঙ্গে। এক এক করে এক একটি অক্ষর পাশাপাশি বসে যাচ্ছে। আর তার মাথায় দূরবীন লাগানো একটি একনলা বন্দুক। আসলে তাঁদের পক্ষ থেকে ‘রক্তবীজ ২’-এর নতুন লোগো প্রকাশ্যে আনা হয়েছে। উইন্ডোজ প্রোডাকশন হাউজের লোগো সব সময়ই বেশ প্রশংসিত হয়েছে। এর আগে গিরগিটি দেওয়া ‘বহুরূপী’র লোগোও বেশ পছন্দ হয়েছিল দর্শকদের। এবার রক্তবীজের লোগোতেও চমক দিল উইন্ডোজ।
আরও পড়ুন: ভক্তি ও শক্তি মিলে মিশে একাকার রঘু ডাকাতের প্রথম গান ‘জয় কালী’তে! রূপা-সোহিনীর বড় চমক
এই ভিডিয়োটি পোস্ট করে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে ক্যাপশনে লেখা হয়েছে, ‘আজ গণেশ চতুর্থীতে আপনাদের জন্য রইল রক্তবীজ ২-এর নতুন লোগো, দেখে জানাবেন কেমন লাগলো। রক্তবীজ ২ আসছে এই পুজোয়।’
প্রসঙ্গত, কিছুদিন আগেই ছবির টিজার মুক্তি পেয়েছে। টিজার শুরু হতেই দেখা যায় মুখোমুখি বসে রয়েছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং সীমা বিশ্বাস। বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলা দ্বন্দ্বের সমাধান খুঁজতে ব্যস্ত তাঁরা। সীমা বিশ্বাস যে এই ছবিতে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। এরপরই নেপথ্যে ভিক্টরের কন্ঠে শুনতে পাওয়া যায়, ‘ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক যখনই ঠিক হয়, তখনই সন্ত্রাসী হামলার মুখে পড়তে হয় সকলকে।’
আরও পড়ুন: কুকুরের থেকেও কম টাকা পারিশ্রমিক পেয়েছিলেন রুদ্রনীল! স্ট্রাগলের কথা ভাগ করে নিলেন অভিনেতা
সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, কাঞ্চন মল্লিক এবং কৌশানী মুখোপাধ্যায়কে।
‘রক্তবীজ’ ছবিতে মূলত তুলে ধরা হয়েছিল খাগড়াগড় বিস্ফোরণের ঘটনা। এবারের গল্পে ফুটে উঠবে প্রণব মুখোপাধ্যায়ের বাংলাদেশ সফরের কাহিনি। আগামী ২৬ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘রক্তবীজ ২’।