বেঙ্গালুরুতে পদপিষ্ট হওয়ার ঘটনা এবার আরসিবিকেই দুষল কর্ণাটকের সরকার। হাইকোর্টে জমা দেওয়া প্রতিবেদনে সিদ্দারামাইয়ার সরকার জানিয়েছে, পুলিশের পরামর্শ/অনুমতি ছাড়াই একতরফাভাবে চিন্নাস্বামী স্টেডিয়ামে বিজয় মিছিলের জন্য মানুষজনকে আমন্ত্রণ জানিয়েছিল আরসিবি। কর্ণাটক হাইকোর্টের নির্দেশে প্রতিবেদনটি সাধারণ জনগণের জন্য প্রকাশ করা হয়েছে। রাজ্য সরকার আদালতকে প্রতিবেদনটি গোপন রাখার জন্য অনুরোধ করেছিল। কিন্তু আদালত বলেছে যে এই ধরনের গোপনীয়তার কোনও আইনি ভিত্তি নেই। (আরও পড়ুন: ধর্মান্তকরণ চক্রে অভিযুক্ত ছাঙ্গুর বাবার ডেরায় এবার ইডি, একযোগে ৭ জায়গায় তল্লাশি)
আরও পড়ুন: ইয়েমেনে নিমিশাকে বাঁচাতে 'ব্লাড মানি' নিয়ে আলোচনা কি হচ্ছে? বিস্ফোরক সমাজকর্মী
উল্লেখ্য, গত ৪ জুন বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামের কাছে পদপিষ্ট হয়ে ১১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছিল। এছাড়া সেই ঘটনায় ৫৬ জন আহত হয়েছিলেন। সেই ঘটনায় খোদ মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিল অনেকে। কারণ সিএম সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার উভয়ই সেদিন আরসিবির বিজয় উৎসবে ছিলেন। এমনকী পদপিষ্টের ঘটনায় যখন গোটা দেশ স্তম্ভিত, তখনও চিন্নাস্বামী স্টেডিয়ামের ভিতরে আরসিবির অনুষ্ঠান চলতে থাকে। (আরও পড়ুন: আমেরিকার স্টোরে ভারতীয় মহিলার চুরি, ভারতীয়দের সতর্ক করল মার্কিন দূতাবাস)
আরও পড়ুন: ‘দোষারোপ করার আগে…’,AI বিমান দুর্ঘটনার রিপোর্টে অসন্তুষ্ট ভারতীয় পাইলটদের সংগঠন
পরে রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস লিমিটেডের মার্কেটিং হেড নিখিল সোসালেকে পদপিষ্টের ঘটনায় গ্রেফতার করে পুলিশ। এদিকে এই ঘটনায় এফআইআর রুজু করা ইনস্পেক্টর একে গিরিশাকে সাসপেন্ড করেছিল রাজ্য সরকার। এদিকে আরসিবি দল, ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ডিএনএ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের আরও বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করেছিল। এই ঘটনার পরে কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের উচ্চ পদে থাকা বেশ কয়েকজন কর্তা পদত্যাগ করেছিলেন। (আরও পড়ুন: বিতর্কের মাঝে সত্যজিতের পূর্বপুরুষের বাড়ি নিয়ে এবার বড় সিদ্ধান্ত ইউনুস সরকারের)
আরও পড়ুন: কচ্ছিভু নিয়ে শ্রীলঙ্কার মন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ স্ট্যালিন, প্রশ্নবাণ জয়শংকরকে
এদিকে এই ঘটনায় আরসিবির দিকে আঙুল ওঠার পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধেও সরব অনেকে। প্রশ্ন ওঠে, আরসিবি-র মতো বেসরকারি ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির জন্য কেন গ্র্যান্ড রিসেপশন আয়োজন করেছিল রাজ্য সরকার? আরও অভিযোগ, পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত না করেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল জয় উদযাপনে অংশ নিতে জনগণকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী নিজেও।