এই মুহূর্তে নতুন বাড়ির নির্মাণ নিয়ে ভীষণ ব্যস্ত রয়েছেন রণবীর ও আলিয়া। এখনও বাড়িটির কিছু অংশের কাজ বাকি, শেষ হলেই গৃহপ্রবেশ করবেন তারকা দম্পতি। কিন্তু এর মধ্যেই আচমকা একটি ভিডিয়ো ভাইরাল হয় যেখানে বাড়িটির কিছু অংশ সমাজ মাধ্যমের পাতায় ধরা দেয়।
ভিডিয়োয় দেখতে পাওয়া যায়, আলিয়া এবং রণবীর নতুন বাড়ির নির্মাণ নিয়ে কথা বলছেন। ভিডিয়োটি ভাইরাল হতেই রেগে লাল হয়ে যান আলিয়া। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি লেখেন,‘আমি জানি যে মুম্বইয়ের মতো শহরে জায়গা খুব সীমাবদ্ধ। কখনও আপনার বাড়ির জানলা থেকে, সামনের বাড়ির ভিতর দেখা যায়। কিন্তু তার মানে এই নয় যে আপনি অন্যের ব্যাক্তিগত ব্যাপার এইভাবে ভিডিয়ো করে সেটা অনলাইনে ছড়িয়ে দেবেন। আমাদের বাড়ির একটি ভিডিয়ো, যা এখনও নির্মীয়মান, তা রেকর্ড করে একাধিক জায়গায় প্রকাশিত হয়েছে। আমাদের অনুমতি না নিয়েই।’
আরও পড়ুন: ছোটপর্দায় ফিরতে চলেছেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
আরও পড়ুন: বুবলাইয়ের পর এবার মিঠি, একে একে সন্তানরা কেন বিরোধিতা করছে কমলিনীর?
আলিয়া আরও লেখেন, ‘এটি স্পষ্টতই গোপনীয়তা লঙ্ঘন এবং একটি গুরুতর সুরক্ষা সমস্যা। অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত স্পেসের ভিডিয়ো করা বা ছবি তোলা কখনও কনটেন্ট হতে পারে না, এটি নিয়ম লঙ্ঘন। এটি কখনওই স্বাভাবিক হতে পারে না।’
এবার আলিয়ার মন্তব্যকে সরাসরি খোঁচা দিলেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী পায়েল রোহাতগির। গোপনীয়তা লঙ্ঘন বলতে আলিয়া ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন পায়েল। আলিয়ার পোস্ট পুনরায় শেয়ার করে পায়েল লেখেন, ‘এটা কোনওভাবেই গোপনীয়তা লঙ্ঘনের আওতায় পড়ে না। আপনার স্বামী বা অন্য কোনও পুরুষের সঙ্গে যৌন সম্পর্কের মুহূর্ত ফাঁস হলে তা গোপনীয়তা লঙ্ঘন হিসেবে গণ্য করা যায়।’

পায়েল আরও লেখেন,'আপনার বাড়ির লোকেশন শেয়ার করাকে গোপনীয়তা লঙ্ঘন বলা যায় না। আশা করি এইটুকু ন্যূনতম জ্ঞান আপনার আছে। অনেকেই রাস্তায় ভিডিয়ো তৈরি করে, ব্যাকগ্রাউন্ডে বাড়িঘর দেখা যায়। কোনওভাবেই এটা আটকানো সম্ভব নয়। প্রয়োজন হলে বাড়িতে বাড়তি সিসিটিভি ক্যামেরা লাগান। কিন্তু যুক্তি দিয়ে কথা বলুন।'