২৫ অগস্ট থেকে শুরু হয়েছে জি বাংলা সোনার চ্যানেলের নতুন যাত্রা। এই চ্যানেলে দেখানো হবে একগুচ্ছ নতুন ধারাবাহিক, নতুন অনুষ্ঠান। নানা স্বাদের ধারাবাহিক দেখতে পাওয়া যাবে এই নতুন চ্যানেলটিতে। এই চ্যানেলেই সম্প্রচারিত হবে ‘বেদেনি জ্যোৎস্নার অমর প্রেম’ নামক একটি ধারাবাহিক।
বাংলা সিনেমার অন্যতম বিখ্যাত সিনেমা 'বেদের মেয়ে জ্যোৎস্না' ছবির অবলম্বনে তৈরি করা হয়েছে এই ধারাবাহিকটি। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রানী পাল এবং সিদ্ধান্ত সেন। এবার এই ধারাবাহিকেই খলনায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সৈরিতি বন্দ্যোপাধ্যায়কে।
আরও পড়ুন: ‘ধূমকেতু’ ছবির আড়ালে লুকিয়ে এক অন্য গল্প, পরিচালকের পোস্ট দেখে চমকে উঠলেন সকলে
আরও পড়ুন: 'দুটো বাচ্চার মা...'! ধূমকেতু মুক্তি পেতেই শুভশ্রীকে নিয়ে এ কী বললেন দেব
ধারাবাহিকে নামের এক ইচ্ছাধারী নাগিনের চরিত্রে অভিনয় করবেন তিনি। যদিও সিনেমার মতো হুবহু হবে না এই ধারাবাহিকের গল্প। গল্পের খাতিরে আসবে অনেক পরিবর্তন। তবে কিছু জিনিস এক রাখা হয়েছে ধারাবাহিকের মধ্যে। খলনায়িকার চরিত্রে অভিনয়ের মাধ্যমে আবার ছোটপর্দায় ফিরতে পেরে ভীষণ খুশি অভিনেত্রী।
তবে এই একটি ধারাবাহিক নয়, জি বাংলা সোনার নামের এই নতুন চ্যানেলে সম্প্রচারিত হবে আরও বেশ কয়েকটি নতুন ধারাবাহিক। বিশ্বনাথ বসুর ‘শ্রীমান ভগবান দাস’ ধারাবাহিকটি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। যদিও অনেকেই মনে করছেন এই ধারাবাহিকের গল্প ‘ও মাই গড’ সিনেমাকে কেন্দ্র করে তৈরি করা হবে।
আরও পড়ুন: ‘ধূমকেতু’ ছবির আড়ালে লুকিয়ে এক অন্য গল্প, পরিচালকের পোস্ট দেখে চমকে উঠলেন সকলে
আরও পড়ুন: 'দুটো বাচ্চার মা...'! ধূমকেতু মুক্তি পেতেই শুভশ্রীকে নিয়ে এ কী বললেন দেব
‘শ্রীমান ভগবান দাস’ ধারাবাহিকে অভিনয় করবেন বিশ্বনাথ বসু, ইন্দ্রাশীষ রায় এবং মিমি দত্ত। ধারাবাহিক ছাড়াও একটি গেম শো এবং একটি গানের রিয়ালিটি শো সম্প্রচারিত হবে এই নতুন চ্যানেলে। সব মিলিয়ে ২৫ তারিখ থেকে জমজমাট হয়ে উঠতে চলেছে জি বাংলা সোনার।
প্রসঙ্গত, বাংলা ধারাবাহিক এবং বড়পর্দায় অভিনয় করে জনপ্রিয় এই অভিনেত্রী। জি বাংলা এবং স্টার জলসায় একাধিক ধারাবাহিককে অভিনয় করেছেন তিনি। ২০২৩ সালে ‘টুম্পা অটোওয়ালি’ সিরিয়ালে অভিনয় করতে করতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৈরিতি।
২০২০ সালে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। মেয়েকে নিয়েই একের পর এক ধারাবাহিককে অবাদে অভিনয় করেছেন এই নায়িকা। নিজেকে এতটাই সুন্দর করে ধরে রেখেছেন যে এক নজরে দেখে বোঝার উপায় নেই যে তিনি এক সন্তানের মা।