২৭ অগস্ট সারা দেশে জুড়ে পালিত হয়েছে গণেশ চতুর্থী। বিশেষ করে মুম্বইতে গণেশ উৎসব দারুণ জাঁকজমকের সঙ্গে পালিত হয়। কিন্তু টলিউডও এক্ষেত্রে পিছিয়ে নেই। দেব থেকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যশ দাশগুপ্ত-সহ আরও অনেকেই এদিন গণপতির আরাধনায় মেতে উঠেছিলেন। বাড়িতেই ভক্তি ভরে গণেশ পুজো সেরেছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। তারকা দম্পতি জন্মাষ্টমী থেকে শিব পুজো সবটাই বাড়িতে আয়োজন করেন। তাঁরা গণেশ পুজোর নানা মুহূর্তের ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিয়েছেন।
আরও পড়ুন: 'দেশু যদি আবার করতে হয়, তাহলে সেটা হয়তো আমিই করতে পারব…', ধূমকেতু ২ নিয়ে ইঙ্গিত রানার?
সাদা-হলুদ ব্লাউজ ও গোলাপি রঙের শাড়িতে ধরা দিয়েছিলেন কাঞ্চন-পত্নী। হাতে শাঁখা-পলা, বালা, কপালে লাল টিপ, গলায় লম্বা ঝোলা হার পরে হালকা সাজে বেশ মিষ্টি দেখাচ্ছিল অভিনেত্রীকে। অন্যদিকে, কাঞ্চনের পরনে ছিল হলুদ রঙের পাঞ্জাবি ও নীল ও ধূসর রঙের ধুতি।
সেখানে একটি ছবিতে কাঞ্চন শ্রীময়ীকে পাশাপাশি বসে পুজো দিতে দেখা গিয়েছে। তারপরের ছবিতেই গণপতি ও তাঁর ফুলে সাজানো মূর্তি দেখা গিয়েছে। একটি ছবিতে অভিনেত্রীর কোলে তাঁদের মেয়েকে হাসি মুখে দেখা যায়। তাছাড়াও হোমের ছবি ও ভিডিয়ো ভাগ করে নেন তাঁরা। সেখানে কাঞ্চন বেলপাতাও উৎসর্গ করেন হোমের আগুনে। ছবিগুলি শেয়ার করে শ্রীময়ী ক্যাপশনে লেখেন, ‘আজ আমাদের বাড়ির গণেশ পুজো।’
আরও পড়ুন: 'দল আমার কাজে বাধার সৃষ্টি করেনি', ছবির নাম ‘হোক কলরব’ রাখা নিয়ে মুখ খুললেন তৃণমূল নেতা-পরিচালক রাজ
এবার কাঞ্চনের বাড়ির গণেশ পুজো ৬ বছরে পড়ল। শ্রীময়ীই কাঞ্চনের বাড়িতে এই পুজো প্রথম শুরু করেছিলেন। প্রতি বছর কাঞ্চন স্ত্রীকে সঙ্গে নিয়ে কুমোরটুলি থেকে গণপতির মূর্তি বাড়িতে নিয়ে আসেন। তবে এবছর কাঞ্চন কলকাতায় না থাকায় শ্রীময়ী একাই সেই দায়িত্ব সামলেছেন।
তবে ঠাকুর আনতে যেতে না পারলেও জগন্নাথ ঘাটের ফুলের বাজার থেকে কর্তা-গিন্নি মিলেই ভোর বেলা গিয়ে সমস্ত ফুল নিয়ে এসেছেন। তারপর বাড়িতে ধুমধাম করে পুজো করেছেন তাঁরা। টলি ফ্যাক্টকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীময়ী জানিয়েছিলেন এদিন একেবারে ঘরোয়া ভাবে পুজো সেরেছেন তাঁরা।
আত্মীয়-স্বজন নিয়ে প্রায় ২০ জন অতিথি আমন্ত্রিত ছিলেন কাঞ্চন-শ্রীময়ীর গণেশ উৎসবে। ভোগেরও দারুণ আয়োজন ছিল। খিচুরি, পাঁচ রকমের ভাজা, আলুর দম, ধোকার ডালনা, ফুলকপির রসা, আমের চাটনি, মিষ্টি ভোগ হিসেবে ভগবানকে নিবেদন করা হয়েছিল। কাঞ্চন জানান এবার তাঁদের মেয়ে কৃষভির প্রথম পুজো, আর তাঁর সূচনাটা হল এই গণেশ চতুর্থীর হাত ধরে।