২৭ অগস্ট গণেশ চতুর্থীর দিন রাজ চক্রবর্তী তাঁর নতুন ছবির 'হোক কলরব'-এর ঘোষণা করেন। ২০১৪ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগের তদন্তের দাবিতে বিশ্ববিদ্যালয় চত্বরে এক বিরাট বড় আন্দোলনের উৎপত্তি হয়েছিল। বেশ কয়েকদিন যাবত চলা এই আন্দোলনের নাম ছিল ‘হোক কলরব’। মনে করা হচ্ছে, সেই ঘটনাকে সিনেমার আদলে বড় পর্দায় দেখাতে চলেছেন রাজ চক্রবর্তী।
তবে সে সময়ে এই শব্দবন্ধটি শাসক দল-বিরোধী আন্দোলনের এক গুরুত্বপূর্ণ ‘প্রতিশব্দ’ হয়ে উঠেছিল। সেই জায়গা থেকে তৃণমূলের নেতা হয়ে এই শব্দকে ছবির নাম হিসেবে বেছে নিয়েছেন রাজ। কিন্তু এর জন্য দলের দিক থেকে কি কোনও সমস্যা তৈরি হতে পারে? আসতে পারে কি কোনও বিরূপ প্রতিক্রিয়া? ছবির পোস্টার মুক্তির পর থেকেই এই নিয়ে জোর চর্চা শুরু হয়। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন রাজ।
আরও পড়ুন: পুলের জলে মনোকিনিতে 'হট মাম্মা' পিয়া! মা হওয়ার পর প্রথম জন্মদিন, কত বছর বয়স হল পরম-পত্নীর?
আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে রাজ বলেন, ‘আজ পর্যন্ত দল আমার কাজ নিয়ে কোনও কথা বলেনি। কোনও বাধার সৃষ্টি করেনি। আশা, আগামী দিনেও করবে না। কারণ, এই ছবি নিজের দলের মুখপত্র নয়। আবার বিরোধী দলের প্রতি কোনও বার্তাও নয়। আমার অনুরোধ, শাসক দল, বিরোধী দল, দর্শক— সবাই ‘পরিচালক’ রাজের উপরে ভরসা রাখুন। ‘হোক কলরব’ ছবিতে ভালো কিছুই দেখাব। আমার ‘জোশ’ নামটাও পছন্দ ছিল। কিন্তু ‘হোক কলরব’ শব্দবন্ধে আমি ছাত্রদের গর্জন শুনতে পাই। যা যুগে যুগে সমাজের অন্যায়ের বিরুদ্ধে আছড়ে পড়েছে।’
২৭ অগস্ট ছবির মোশন পোস্টার প্রকাশ্যে এসেছে। সেখানে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, ওম সাহানি, রোহন ভট্টাচার্য, জন ভট্টাচার্য এবং অভিকা মালাকারকে ট্যাগ করেছিলেন পরিচালক। আগামী দিনে রাজের পরিচালনায় যে একটি দুর্দান্ত ছবি উপহার পেতে চলেছেন দর্শকরা সেটা আর বলার অপেক্ষা রাখে না।
মোশান পোস্টারটি সামনে আসার পর রাজ চক্রবর্তীর এই পোস্ট শেয়ার করে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় লেখেন, ‘আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল পুরো টিমের জন্য। ছবির নাম যখন বাস্তবকে মনে করায় তখন তো কলরব হতে বাধ্য।’ কিন্তু কীসের কলরব? কোন বাস্তবকে দেখানো হবে এই ছবির মাধ্যমে?