অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য লেহ - তে আটকে রয়েছে অভিনেতা আর মাধবন। ইনস্টাগ্রাম স্টোরিতে বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরতে গিয়ে একটি ছোট্ট ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেতা। ২০০৮ সালেও ঠিক এমনই একটি অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল তাঁকে।
মাধবন যে ভিডিয়োটি শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে, হোটেল রুমের জানলা দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে তুষারাবৃত পাহাড়ের চূড়া এবং মেঘলা আকাশ। বোঝাই যাচ্ছে পরিস্থিতি এখনও ঠিক হয়নি। ২০০৮ সালের ‘থ্রি ইডিয়েট’ ছবির শ্যুটিংয়ের সময় ঠিক একই রকম পরিস্থিতি সম্মুখীন হতে হয়েছিল অভিনেতাকে।
আরও পড়ুন: ছোটপর্দায় ফিরতে চলেছেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
আরও পড়ুন: বুবলাইয়ের পর এবার মিঠি, একে একে সন্তানরা কেন বিরোধিতা করছে কমলিনীর?
ভিডিয়ো শেয়ার করতে গিয়ে অভিনেতা বলেন, ‘অগস্টের শেষের দিকে লাদাখের পাহাড়ে চূড়ায় তুষারপাত হচ্ছে। গত চার দিন ধরে অবিরাম বৃষ্টিপাতের কারণে বিমানবন্দরগুলি বন্ধ হয়ে গিয়েছে, আটকে আছি লেহ- তে। প্রতিবার যখনই আমি লাদাখে শ্যুটিং করতে আসি তখনই এমন ঘটনা ঘটে।’

‘থ্রি ইডিয়টস’ সিনেমার শ্যুটিংয়ের কথা বলতে গিয়ে অভিনেতা বলেন, ‘আমি ২০০৮ সালে প্যাংগং লেকে ‘থ্রি ইডিয়টস’ সিনেমার শ্যুটিংয়ের সময় এখানে এসেছিলাম, অগস্ট মাসেই আমাদের শ্যুটিং হয়েছিল। সেই সময় হঠাৎ তুষারপাতের কারণে আমাদের অপেক্ষা করতে হয়েছিল, ঠিক এই ভাবেই আমরা আটকে পড়েছিলাম।’
আরও পড়ুন: ছোটপর্দায় ফিরতে চলেছেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
আরও পড়ুন: বুবলাইয়ের পর এবার মিঠি, একে একে সন্তানরা কেন বিরোধিতা করছে কমলিনীর?
অভিনেতা আরও বলেন, ‘তবে এই দৃশ্যগুলি ভীষণ সুন্দর। আশা করি খুব তাড়াতাড়ি আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং বিমান অবতরণ করতে সক্ষম হবে। খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো।' ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে অভিনেতা লেখেন, 'আবার লেহতে আটকে পড়েছি। (হতভাগ মুখের ইমোজি) কোনও ফ্লাইট নেই। ১৭ বছর পর আবার একই রকম অভিজ্ঞতা।’
প্রসঙ্গত, রাজকুমার হিরানি পরিচালিত ‘থ্রি ইডিয়টস’ ছবিতে আমির খান ছাড়া অভিনয় করেছিলেন আর মাধবন, করিনা কাপুর খান, মোনা সিং, বোমান ইরানি এবং শরমন জোশি। কিছুদিন আগে ফাতিমা সানা শেখের সঙ্গে ‘আপ জাইসা কোই’ ছবিতে অভিনয় করেছিলেন মাধবন, যেটি নেটফ্লিক্স ডিজিটাল প্লাটফর্মে সম্প্রচারিত হচ্ছে।