যে সমস্ত গতানুগতিক গল্প দেখে মানুষ অভ্যস্ত, স্টার জলসার ‘চিরসখা’ একেবারে অন্যরকম একটি গল্প শোনায় দর্শকদের। এই গল্পে কমলিনী নামের এক মধ্যবয়স্ক মহিলার জীবনযুদ্ধের কথা দেখানো হয়। কিন্তু এবার গল্পে যে মোড় নিয়ে এলেন লেখিকা, তা দেখে একেবারেই খুশি নন দর্শকরা।
বিগত বেশ কয়েকদিনে ধারাবাহিকে দেখানো হয়েছে, মৌ এবং প্লুটোর বিয়ের তোড়জোড় চলছিল কিন্তু তার মাঝেই প্লুটো মিঠিকে জানায় সে এখনও মিঠিকে ভালোবাসে। প্লুটোর মুখে এই কথা শুনে রেগে যায় মিঠি, অপমান করে প্লুটোকে।
আরও পড়ুন: ‘ধূমকেতু’ ছবির আড়ালে লুকিয়ে এক অন্য গল্প, পরিচালকের পোস্ট দেখে চমকে উঠলেন সকলে
আরও পড়ুন: 'দুটো বাচ্চার মা...'! ধূমকেতু মুক্তি পেতেই শুভশ্রীকে নিয়ে এ কী বললেন দেব
এরপরেই প্লুটো ঘুমের ওষুধ খেয়ে চিরকালের জন্য না ফেরার দেশে চলে যায়। যদিও প্লুটোর এই মৃত্যু একেবারেই মেনে নিতে নারাজ দর্শকরা। ধারাবাহিকের পর্দায় এইভাবে একটি ছেলেকে আত্মহত্যা করতে দেখে না খুশ দর্শক মহল।
প্লুটোর মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ধারাবাহিকের নতুন প্রমো দেখে ভীষণ রেগে গিয়েছেন দর্শকরা। নতুন প্রমোয় দেখতে পাওয়া যাচ্ছে, ফটোগ্রাফির কম্পিটিশন জিতে পাঁচ লক্ষ টাকা পেয়েছে কমলিনী। বাড়ি ফিরেই মিঠিকে জড়িয়ে ধরে কমলিনী বলে, ‘কি চাই তোর?’
কমলিনী এই কথা বলতেই পাশ থেকে বর্ষা বলে ওঠে, ‘ছেলেমেয়েকে ঘুষ দেওয়া হচ্ছে।’ বউয়ের কথায় সায় দিয়ে বুবলাই বলে ওঠে, ‘সবাই তো এক নয়।’ এত অব্দি তো ঠিক ছিল। কিন্তু এরপর যা ঘটলো তা দেখে শুধু কমলিনী নন, অবাক হয়ে গিয়েছেন দর্শকরাও।
কমলিনীকে সরিয়ে দিয়ে মিঠি বলে, ‘তুমি খুব স্বার্থপর মা।’ মিঠির মুখে এই কথা শুনে স্বতন্ত্র বলে ওঠেন, ‘এরকম করে কেন কথা বলছ?’ মিঠি বলে, ‘সব সময় আমাদের মধ্যে কথা বলো না।’ মিঠির এই পরিবর্তিত রূপ দেখে ভীষণ অবাক হয়ে যায় তার মা।
আরও পড়ুন: ‘ধূমকেতু’ ছবির আড়ালে লুকিয়ে এক অন্য গল্প, পরিচালকের পোস্ট দেখে চমকে উঠলেন সকলে
আরও পড়ুন: 'দুটো বাচ্চার মা...'! ধূমকেতু মুক্তি পেতেই শুভশ্রীকে নিয়ে এ কী বললেন দেব
কেন হঠাৎ এইভাবে পাল্টে গেল মিঠি? এইভাবে গল্প সাজানোর মানে কি? প্লুটোর মৃত্যুর পর গল্পকে কোন দিকে নিয়ে যেতে চাইছেন লেখিকা? প্রশ্ন তুলেছেন দর্শকরা। সবমিলিয়ে মিঠিকে এইভাবে পাল্টে যেতে দেখে কিছুতেই খুশি হতে পারেননি তাঁরা।