প্রেগনেন্সির প্রতিটি মুহূর্ত আনন্দের সঙ্গে কাটাচ্ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সোহিনী গঙ্গোপাধ্যায়। সকলের সঙ্গে ভাগ করেও নিচ্ছিলেন সেই সমস্ত মুহূর্ত। অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন সন্তানকে স্বাগত জানানোর জন্য, কিন্তু শেষ রক্ষা হলো না। জন্মের আগেই গর্ভে মারা গেল শিশুটি।
সোহিনী এই দুঃসময়ে তাঁর পাশে থাকার পরিবর্তে সমাজ মাধ্যম জুড়ে বারবার কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে তাঁকে। ফটোশ্যুট থেকে শুরু করে পেটে জগন্নাথ আঁকা, সব ঘটনাই বারবার তুলে ধরা হচ্ছে। সন্তান মৃত্যুর জন্য পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে দায়ী করা হচ্ছে সোহিনীকেই।
সমাজ মাধ্যম জুড়ে যখন কটাক্ষের শিকার সোহিনী, ঠিক সেই সময় তাঁর পাশে এসে দাঁড়ালেন নতুন মা অহনা দত্ত। কিছুদিন আগেই একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অহনা। বৃহস্পতিবার মা হওয়ার একমাস পূর্ণ করলেন অহনা। মা হওয়ার গোটা জার্নিটা অহনা সকলের সঙ্গে শেয়ার করেছিলেন। একজন নতুন মা হয়ে তিনি খুব ভালো করেই বুঝেছেন সোহিনীর কষ্টের কথা।
আরও পড়ুন: ছোটপর্দায় ফিরতে চলেছেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
আরও পড়ুন: বুবলাইয়ের পর এবার মিঠি, একে একে সন্তানরা কেন বিরোধিতা করছে কমলিনীর?
বৃহস্পতিবার আনন্দবাজার পত্রিকাকে অহনা বলেন, ‘আমিও দেখছি সোশ্যাল মিডিয়া জুড়ে কি হচ্ছে। মেয়েরাই ওকে বেশি কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। ও যা করেছে তা ঠিক ভুল বিচার করছি না। কোনও মা চায় না তার সন্তানের ক্ষতি হোক। একটা দুর্ঘটনা ঘটেছে। অবশ্যই পরেরবার একটি ফুটফুটে সন্তানের জন্ম দেবে সোহিনী, এটাই কামনা করি।’
প্রসঙ্গত, অন্তঃসত্ত্বা থাকাকালীন বিভিন্ন কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল অহনাকেও। সন্তান গর্ভে থাকাকালীন নাচ করার জন্য শুনতে হয়েছিল নানা কথা। যদিও সেই সমস্ত কথাকে বিন্দুমাত্র পাত্তা দিতে নারাজ অভিনেত্রী। গর্ভাবস্থার প্রথম থেকে শেষ দিন পর্যন্ত এমনকি সন্তান জন্মের প্রথম দিন থেকেই তিনি সমাজমাধ্যমে বিভিন্ন আপডেট দিয়ে থাকেন।
আরও পড়ুন: ছোটপর্দায় ফিরতে চলেছেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
আরও পড়ুন: বুবলাইয়ের পর এবার মিঠি, একে একে সন্তানরা কেন বিরোধিতা করছে কমলিনীর?
অহনার কথায়, ‘কিছু মানুষ আছেন যারা কথা বলবেই। আপনি যদি বাড়িতে বসে থাকেন সে ক্ষেত্রেও কথা বলবে আবার আপনি যদি ভিডিয়ো করেন সে ক্ষেত্রেও কথা বলবে। আমি লোকের কথা শুনে যেমন কিছু শুরু করিনি তেমন লোকের কথা শুনে কিছু বন্ধ করব না।’
তবে শুধু অহনা নন, সোহিনীর পাশে এসে দাঁড়িয়েছেন রুপসা চট্টোপাধ্যায়ও। অহনার মত রূপসাও একসময় এমনই কটাক্ষের সম্মুখীন হয়েছিলেন। তিনিও অহনার মতোই কিছুই পাত্তা দেন না তবে এই কঠিন সময়ে যেভাবে সোহিনীকে কটাক্ষের তীরে বিদ্ধ করা হচ্ছে, তাতে একেবারেই না খুশ রূপসা।