প্রথমবার একসঙ্গে অভিনয় করতে চলেছেন দেবলীনা কুমার এবং অর্পণ ঘোষাল। তবে কোনও ধারাবাহিক বা সিনেমার জন্য নয়, একটি নতুন ওয়েব ফিল্মের জন্য জুটি বাঁধতে চলেছেন এই দুই তারকা। মিষ্টি ছাপোষা প্রেমের এই গল্প দেখতে পাওয়া যাবে ওটিটি প্লাটফর্ম ফ্রাইডের পর্দায়।
সিরিজ হোক অথবা সিনেমা, এই মুহূর্তে ডিজিটাল প্লাটফর্মের জুড়ি মেলা ভার। দর্শকদের এই চাহিদার কথা মাথায় রেখেই তাই ওটিটি প্ল্যাটফর্মগুলি মাঝেমধ্যেই নিয়ে আসছেন নতুন নতুন ওয়েব সিরিজ এবং সিনেমা। এমন একটি ওটিটি প্লাটফর্ম হল ক্যামেলিয়া প্রোডাকশনের ওটিটি প্লাটফর্ম ফ্রাইডে।
আরও পড়ুন: ছোটপর্দায় ফিরতে চলেছেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
আরও পড়ুন: বুবলাইয়ের পর এবার মিঠি, একে একে সন্তানরা কেন বিরোধিতা করছে কমলিনীর?
ফ্রাইডে প্লাটফর্মের একটি নতুন ওয়েব ফিল্মের জন্যই এবার জুটি বাঁধলেন দেবলীনা এবং অর্পণ। আদ্যক্রান্ত একটি প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে এই ফিল্ম। যদিও নাম এখনও ঠিক করা হয়নি তবে সিনেমার শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। অর্ক এবং শ্রীকান্তর পরিচালনায় আসতে চলেছে এই নতুন প্রেমের গল্প।
জানা গিয়েছে, দুটি ভিন্ন ধর্মের দুই ছেলে মেয়ের প্রেমের গল্প নিয়ে এগোবে এই ওয়েব ফিল্মের গল্প। দেবলীনা এবং অর্পণ অভিনয় করেছেন দুই সরল ছেলে মেয়ের চরিত্রে। কীভাবে সমস্ত বাধা-বিপত্তি এড়িয়ে গিয়ে হিন্দু এবং মুসলমান ধর্মের দুটি ছেলে মেয়ে নিজেদের প্রেমের পরিণতি দিতে পারে, সেই গল্পই দেখানো হবে।
শুনতে পাওয়া যাচ্ছে, শ্যুটিং শেষ হলেও এখনও বাকি রয়েছে ওয়েব ফিল্মের পোস্ট প্রোডাকশনের কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে, চলতি বছরের শেষের দিকেই ফ্রাইডে ওটিটি প্লাটফর্মে এই ওয়েব ফ্লিমটি মুক্তি পাবে। পর্দায় অর্পণ এবং দেবলীনার জুটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ভক্তরা।
আরও পড়ুন: ছোটপর্দায় ফিরতে চলেছেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
আরও পড়ুন: বুবলাইয়ের পর এবার মিঠি, একে একে সন্তানরা কেন বিরোধিতা করছে কমলিনীর?
উল্লেখ্য, অরিন্দম শীলের পরিচালনায় ‘কর্পূর’ ছবিতে দেখতে পাওয়া যাবে অর্পণকে। ছোট পর্দা থেকে ওয়েব সিরিজ সর্বত্র অর্পণের অবাধ যাতায়াত। ‘মেয়েবেলা’ ধারাবাহিকে ডোডোদা চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেতা।
অন্যদিকে দেবলীনা শেষ অভিনয় করেছিলেন তথাগত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘রাস’ ছবিতে। এই সিনেমায় বিক্রম চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছিলেন দেবলীনা। আপাতত তিনি ব্যস্ত তাঁর নতুন কাজ নিয়ে।