বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধদেব মাসে অন্তত ২ বার রাশি পরিবর্তন করে থাকেন। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পান। সেপ্টেম্বরের শুরুতে বুধ, সিংহ রাশিতে বিরাজ করতে চলেছেন। ফলত বেশ কিছু শুভ, অশুভ যোগ তৈরি হবে। যারফলে কেন্দ্র যোগের নির্মাণ হবে। বুধের এই অরুণের সঙ্গে যোগের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। তাতে কোন কোন রাশি লাভ পেতে পারেন। তার হদিশ দিচ্ছে জ্যোতিষ গণনা। আসন্ন সেপ্টেম্বর মাসের শুরুতেই অরুণ ও বুধের যুতি রয়েছে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। কারা কারা লাকি?
৩ সেপ্টেম্বর দুপুর ১ টা ৮ মিনিটে বুধ আর অরুণ একে অপরের সঙ্গে ৯০ ডিগ্রি কোণে অবস্থান করবে। তারফলে কেন্দ্র যোগের নির্মাণ হবে। এতে কেন্দ্র যোগের দৃষ্টিও বলা যেতে পারে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। কারা কারা লাকি, দেখা যাক।
বৃষ
বুধের সঙ্গে অরুণের সঙ্গে কেন্দ্র যোগ লাভদায়ী হতে পারে। এই সময় বুধ চতুর্থস্থানে রয়েছে। এরফলে বিশেষ লাভ পেতে পারেন বৃষ রাশির জাতক জাতিকারা। যে কাজ বহুদিন ধরে আটকে রয়েছে, তা এবার সম্পন্ন হওয়ার মুখে রয়েছে। জমি বাড়ির ক্ষেত্রে আপনার কোনও সাফল্য হাতে আসতে পারে এবার। সুখ সুবিধাও এবার হু হু করে ঘরে আসতে পারে। আপনার কাজে উচ্চ আধিকারিকরা আপনার সঙ্গে ভালো সম্পর্কে আবদ্ধ হবেন। যার ফলে কার্যক্ষেত্রে ভালো লাভ হতে পারে।
কর্কট
হঠাৎ করে হাতে আসতে পারে বহু টাকা। দীর্ঘ সময় ধরে যে কাজ আটকে রয়েছে,তা এবার সম্পন্ন হতে পারে। জীবনে নানান রকমের আনন্দ আসতে পারে। ছাত্রদের জন্য সময় ভালো কাটতে চলেছে। প্রতিযোগিতা পরীক্ষার তৈরি করতে চলেছেন জাতক জাতিকারা। এই সময় বিশেষ লাভ পেতে পারেন আপনার ব্যবহার, কথাবার্তার দ্বারা। জীবনে নানা রকমের খুশি, আনন্দ আসতে পারে।
তুলা
কেন্দ্র যোগ এই সময় আপনাকে নানান ভাবে লাভ দিতে পারে। নানান রকমের চিন্তা সেই সময় আপনাকে লাভ দিতে পারে। ব্য়বসার ক্ষেত্রে ব্যাপক লাভ পাবেন। বেশ কিছু ক্ষেত্রে পাবেন সাফল্য। এতে লাভ হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে কেন্দ্রীয় যোগ লাভদায়ী হতে পারে। আপনার দ্বারা কোনও কাজে করা পরিশ্রম আপনাকে লাভ দিতে পারে। শিক্ষা ক্ষেত্রে আপনারা লাভ পেতে পারেন।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )