পপকর্ন বিতর্কের ইতি ঘটল জিএসটি কাউন্সিলেই। গত বছর পপকর্নের উপর ৫,১২ ও ১৮ শতাংশ কর চাপিয়েছিল কেন্দ্র। সেই কর নিয়ে যথেষ্ট বিতর্কও হয়। এবার সেই কর ব্যবস্থা কিছুটা সহজ করে দিল ৫৬তম জিএসটি কাউন্সিলের বৈঠক। অর্থমন্ত্রীর নির্মলা সীতারামনের নেতৃত্বে তিনটের বদলে পপকর্নের জন্য দুটো হার নির্ধারণ করল জিএসটি কাউন্সিল।
আরও পড়ুন - সিগারেটে ৪০ শতাংশ GST! কংগ্রেস ‘বিরোধিতা’ করতেই নির্মলার গলায় বিদ্রুপের সুর
কত হারে কর ছিল পপকর্নে?
গত বছর পপকর্নের উপর তিনটি কর চাপানো হয়েছে ভিন্ন ভিন্ন কারণে। ৫ শতাংশ কর চাপানো হয়েছিল নোনতা বা সল্টেড কিন্তু খোলা অবস্থায় বিক্রীত পপকর্নের উপর। ১২ শতাংশ কর চাপানো হয়েছিল নোনতা সল্টেড কিন্তু প্যাকেট করা অবস্থায় বিক্রীত পপকর্নের উপর। অন্যদিকে ১৮ শতাংশ কর চাপানো হয়েছিল ক্যারামেল দেওয়া ও প্যাকেট করা অবস্থায় বিক্রীত পপকর্নের উপর। নতুন বৈঠকে শুধু ৫ ও ১২ শতাংশ কর ধার্য করা হয়েছিল অধিকাংশ দ্রব্যের জন্য। পপকর্নের উপরেও এই দুই ধরনের কর প্রযোজ্য হবে বলে জানিয়েছে কেন্দ্র।
কত হারে জিএসটি পপকর্নে?
জিএসটি কাউন্সিলের নয়া সিদ্ধান্ত অনুযায়ী, সল্টেড বা স্পাইসি পপকর্নের উপর এবার থেকে ৫ শতাংশ কর ধার্য করা হল। খোলা বা প্যাকেট করা যে অবস্থাতেই বিক্রি হোক না কেন, এই করই প্রযোজ্য হবে বলে জানিয়েছে কেন্দ্র। অন্যদিকে ক্যারামেল পপকর্নের উপর ১৮ শতাংশ জিএসটি প্রযোজ্য হবে বলে জানিয়েছে কেন্দ্র।
আরও পড়ুন - সবার সমান অধিকার রয়েছে বিশ্বে! ভারত, চিনের উদাহরণ দিয়ে ট্রাম্পকে খোঁচা পুতিনের?
সোশাল মিডিয়ায় ভাইরাল মিম
সোশাল মিডিয়ায় জিএসটি কাউন্সিলের ঘোষণার আগে থেকেই এই নিয়ে মিম ছড়িয়ে পড়তে আরম্ভ করে। পপকর্নের নানাবিধ কর নিয়েই রীতিমতো মসকরার ছলে মিম ভাইরাল হচ্ছিল। তবে নয়া হারের কর ঘোষণার পর সল্টেড বা স্পাইসি পপকর্নের দাম অনেকটাই কমে যাবে। প্যাকেট হোক বা খোলা, দাম কমবে সব ক্ষেত্রেই। ফলে সাধারণভাবে যারা এই দুই ধরনের পপকর্ন পছন্দ করেন, তাদের উপকার হবে অনেকটাই।