সারাদিনের ম্যারাথন বৈঠকের অবশেষে রাতের দিকে সাংবাদিক বৈঠকে নতুন জিএসটি ঘোষণা করেন নির্মলা সীতারামন। সংবাদমাধ্যমের কাছে ৫ ও ১৮ শতাংশের দুই জিএসটি হার নিয়ে কথা বলেন তিনি। তবে এর পাশাপাশি কংগ্রেসকেও তোপ দাগেন অর্থমন্ত্রী। বিভিন্ন রাজ্যের সঙ্গে এই নিয়ে বৈঠক চলছিল কেন্দ্রের। নির্মলার কথায়, কোনও রাজ্য থেকেই আপত্তি আসেনি। তবে কংগ্রেস আপত্তি জানিয়েছিল ৪০ শতাংশ কর নিয়ে। সেই প্রসঙ্গে নির্মলা বলেন, কংগ্রেস কি চায় তামাকের উপর ৪০-এর বদলে মাত্র ৫ শতাংশ জিএসটি চাপানো হোক?
কোন কোন দ্রব্যে ৪০ শতাংশ?
প্রসঙ্গত, নতুন জিএসটি কর নবরাত্রির প্রথম দিন থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। আগামী ২২ সেপ্টেম্বর থেকে এই দুই করের ভিত্তিতেই বিভিন্ন দ্রব্যের দাম নির্ধারণ করা হবে। জিএসটি কমানোর ফলে ক্রেতাদের জিনিস ক্রয় করার হারও বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে ৫ ও ১৮ শতাংশ ছাড়াও ৪০ শতাংশের একটি বিশেষ জিএসটি কর রাখা হয়েছে। আর এই করটি চাপানো হয়েছে কিছু নির্দিষ্ট দামি গাড়ি, তামাক ও সিগারেটের উপর।
আরও পড়ুন - সবার সমান অধিকার রয়েছে বিশ্বে! ভারত, চিনের উদাহরণ দিয়ে ট্রাম্পকে খোঁচা পুতিনের?
কী বললেন নির্মলা সীতারামন?
কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়েই কংগ্রেস আপত্তি তুলে বলে জানা গিয়েছে। সেই আপত্তির উত্তরে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ‘কংগ্রেস কি চায় সিগারেট ও তামাকজাত দ্রব্যে ৪০ শতাংশের বদলে ৫ শতাংশ জিএসটি বসানো হোক?’ প্রকারান্তরে বিদ্রুপ করে কংগ্রেসকে জিএসটি-র বিষয়েও তোপ দাগেন। নির্মলা বলেন, কংগ্রেস তার জমানায় ভাবত জিএসটি কখনও চালু করা যাবে না। কারণ রাজ্য সরকার কেন্দ্রকে বিশ্বাস করে না। তাই কংগ্রেস কখনও জিএসটি চালু করতে পারেনি। কিন্তু বিজেপি সরকার তা করে দেখিয়েছে। এবার সেই জিএসটি-র সংশোধনও হল।
আরও পড়ুন - পর্তুগালের ঐতিহ্যবাহী রেলে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১৫, ছিল বিদেশি নাগরিকও
কংগ্রেসকে বিদ্রুপ অর্থমন্ত্রীর
কংগ্রেসকে একহাত নিয়ে নির্মলা বলেন, ‘আমি জানি না কংগ্রেসের জন্য কোন শব্দটা বলা ঠিক হবে। তারা জিএসটিকে সমর্থন করবে না বিরোধিতা করবে সেই বিষয়ে তাদের প্রথমে মনস্থির করা উচিত।’