ইউক্রেন- রাশিয়া যুদ্ধের মাঝে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার বলেছেন, তিনি মস্কোয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে প্রস্তুত। একদিকে যখন, রাশিয়া- ইউক্রেন যুদ্ধ মেটাতে তৎপর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, তখনই এল চিন সফর শেষে পুতিনের এই বার্তা। যা আন্তর্জাতিক কূটনীতিতে বেশ তাৎপর্যবাহী।
পুতিন বলেন, ‘যদি জেলেনস্কির সঙ্গে বৈঠকের প্রস্তুতি ভালোভাবে হয়, তাহলে আমি আলোচনায় বসতে প্রস্তুত। জেলেনস্কিকে মস্কোয় আসতে দিন, বৈঠক হবে।’ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষ্যে চিনের সামরিক কুচকাওয়াজে এবং তিয়ানজিন এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দিতে সদ্য় চিনে গিয়েছিলেন ভ্লাদিমির পুতিন। সেই সফরের শেষেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, ইউক্রেনের প্রেসিডেন্টের প্রতি এই বার্তা দেন। পুতিন বেইজিংয়ে সাংবাদিকদের বলেন,'আমি মনে করি টানেলের শেষে একটি আলো রয়েছে, দেখা যাক পরিস্থিতি কীভাবে তৈরি হয়। তা না হলে আমাদের সব কাজ সামরিকভাবে সমাধান করতে হবে।'
( Pitripaksha 2025: পিতৃপক্ষ ২০২৫-এ গজকেশরী যোগ! দুর্গাপুজোর আগে লাকি কারা?)
( Trump on India Tariff: ‘যেকোনও মানবের থেকে আমি শুল্ক বেশি বুঝি’, ভারত নিয়ে ফের সরব ট্রাম্প)
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তিতে মধ্যস্থতা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টার মধ্যে পুতিন এ মন্তব্য করলেন। ট্রাম্প আগস্টের মাঝামাঝি সময়ে আলাস্কায় পুতিনের সাথে একটি শীর্ষ সম্মেলন করেছিলেন এবং তারপরে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় ও ন্যাটো জোটের গুরুত্বপূর্ণ নেতাদের সাথে সাক্ষাত করেছিলেন। ওই বৈঠকের পর ট্রাম্প বলেন, তিনি আশা করছেন ত্রিপক্ষীক বৈঠকের আগে ( যেখানে ট্রাম্পও থাকবেন।) জেলেনস্কি ও পুতিন দ্বিপাক্ষিক বৈঠক করবেন। জেলেনস্কি বলেছেন, যে রাশিয়া তাঁর এবং পুতিনের মধ্যে বৈঠক রোধ করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে, অন্যদিকে রাশিয়া বলেছে যে এ জাতীয় বৈঠকের এজেন্ডা প্রস্তুত ছিল না।