ছোটপর্দার জনপ্রিয় মুখ সায়ক চক্রবর্তী। বর্তমানে একাধিক মেগায় কাজ করছেন নায়ক। তাছাড়াও তিনি তাঁর জীবনের প্রতিদিনের নানা খুঁটিনাটি তাঁর বৃহত্তর পরিবার অর্থাৎ তাঁর অনুরাগীদের সঙ্গে ভ্লগের মাধ্যমে ভাগ করে নেন। তাই কাজ হোক বা ব্যক্তিগত জীবন সবটা নিয়ে অভিনেতা থাকেন চর্চায়। মা, মোটা দাদা সকলকে নিয়ে তাঁর ভরা সংসার। পরিবারের সকলকে নিয়ে বন্ধু-বান্ধবদের সঙ্গে আনন্দে, আড্ডায়, খুশি মেতে থাকতে পছন্দ করেন সায়ক। তার মধ্যেও এবার জীবনে সঙ্গীর অভাব বোধ করছেন নায়ক? নিজের মনের কোণে জমে থাকা সেই কথা ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে।
আরও পড়ুন: দেব-শুভশ্রীর পর কি এবার দেবশ্রী-প্রসেনজিৎ জুটি ফিরবে? 'এখন কিছু…', যা বললেন নায়িকা
মঙ্গলবার নায়ক সামজমাধ্যমের পাতায় তাঁর কিছু ছবি ভাগ করে নেন। সেই ছবিতে কালো রঙের টি-শার্ট ও সাদা জিন্সে দেখা গিয়েছে নায়ককে। তাঁর চোখে ছিল রোদ চশমা। কখনও থামের গায়ে হেলান দিয়ে, আবার কখনও সুমিং পুলের সামনে দাঁড়িয়ে আবার কখনও সিঁড়িতে বসে বেশ কয়েকটি ছবি ভাগ করে নেন অভিনেতা। ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘বিয়ের বয়স হয়ে গেল। এখনও জীবনে কেউ এল না।’
তাঁর ক্যাপশন দেখে নানা মন্তব্যে ভরে দেন নেটিজেনরা। একজন লেখেন, ‘ধৈর্য্য ধরে অপেক্ষা করুন একদিন ঠিক আসবে।' তাঁকে আবার নায়ক রিপ্লাইও দেন। তিনি লেখেন, ‘হ্যাঁ ধৈর্য ধরেই রয়েছি আমি।’ আর একজন লেখেন, ‘আপনি চেষ্টা করুণ তো দাদা, বিয়ের ফুল ফোটাতে হবে।’ আর একজন লেখেন, ‘তাড়াতাড়ি তোমার মতোই ভালো একজন মানুষকে নিয়ে এসো তোমার জীবনে।’ নায়কের আর এক মহিলা অনুরাগী লেখেন, ‘আমার কাছে সমাধান আছে, জানতে চাইলে ইনবক্সে দেখুন।’
আরও পড়ুন: নেটিজেনদের জল্পনাই সত্যি! প্রেমচর্চার মাঝেই সাহেবের ভাগ্নের জন্মদিনের পার্টিতে সুস্মিতা?
আর একজন সায়কের মায়ের প্রসঙ্গে টেনে লেখেন, ‘দাদাভাই সঠিক সময়ে একজন সুন্দর মানুষ তোমার জীবনে ঠিক আসবে দেখো , যে আমাদের বৌদি হবে সে যেন একদম জ্যেঠিমার মতো খুব ভাল মনের মানুষ হয়।’ আর একজন রসিকতা করে লেখেন, ‘যে আসছে, সে হয়তো এখনও নিজের বিয়ের ফটোশ্যুটের পোজ প্র্যাকটিস করছে।’ আর একজন মজা করে লেখেন, 'মেয়ে দেখব নাকি দাদাভাই?'
কাজের সূত্রে, বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ সায়ক। যদিও মাঝে বেশ কিছুটা সময় ছোট পর্দায় তাঁকে দেখা যায়নি। তারপর ‘তুই আমার হিরো’ ও চিরসখা ধারাবাহিকের সঙ্গে যুক্ত হন। সম্প্রতি তাঁকে স্টার জলসার অন্যতম জনপ্রিয় মেগা ‘রাজ রাজেশ্বরী রাণী ভবাণী’তে রাজা রাজবল্লভের ভূমিকায় দেখা গিয়েছিল।