প্রাক্তন কথাটা চিরকালই বিষাদের সুর বহন করে। তবে ইন্ড্রাস্টিতে অনেক সময়ই প্রাক্তনদের রি-ইউনিয়ান দেখা যায়। আসলে কাজের জায়গায় পেশাদারিত্বটাই আসল। সেখানে তাই অনেক ক্ষেত্রেই তিক্ততা ভুলে অনেক সময়ই প্রাক্তনদের একসঙ্গে কাজ করতে বা দেখা হলে অন্তত সৌজন্য সংবাদটুকু নিতে দেখা যায়। অন্যান্য ক্ষেত্র তো বটেই পাশাপাশি বিনোদন জগতেও এর বহু নজির রয়েছে।
আরও পড়ুন: নেটিজেনদের জল্পনাই সত্যি! প্রেমচর্চার মাঝেই সাহেবের ভাগ্নের জন্মদিনের পার্টিতে সুস্মিতা?
শাহিদ কাপুর, করিনা কাপুরকে একসঙ্গে মঞ্চে হেসে কথা বলতে দেখা গিয়েছিল তাঁদের বিচ্ছেদের বহু বছর পর। এক অনুষ্ঠানে দেখা যায় শ্রদ্ধা কাপুর, সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে দেখা হতেই তাঁকে জড়িয়ে ধরেন। তাছাড়াও রণবীর কাপুর ও দীপিকা পাডুকোনকেও একসঙ্গে দেখা যায়।
কেবল বি-টাউন নয় বাংলা বিনোদন জগতে একটা সময় স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে সৃজিত মুখোপাধ্যায়ের প্রেমের গুঞ্জন শোনা যেত। তাঁদের সম্পর্কেও এক সময় চিড় ধরে, পড়ে তাঁরা একসঙ্গে কাজও করেছেন। তারপর সম্প্রতি এক অনুষ্ঠানে জিতের সঙ্গে স্বস্তিকাকে হেসে কথা বলতে দেখা যায়। এমনকী ভরত কলের প্রাক্তন স্ত্রী অনুশ্রী দাস ও বর্তমান স্ত্রী সায়ন্তনী ঘোষকেও একসঙ্গে মেগায় কাজ করতে দেখা গিয়েছিল। তাছাড়াও এমন অনেক নজির রয়েছে। তবে বর্তমানে চর্চায় 'দেশু'।
প্রায় ১০ বছর পর 'ধূমকেতু'র হাত ধরে দেব-শুভশ্রীকে বড় পর্দায় দেখেছেন দর্শকরা। যদিও ছবির শ্যুটিং ২০১৫ সালেই হয়ে গিয়েছিল। কিন্তু ছবির প্রচারে তাঁদের একসঙ্গে দেখা যায়। যদিও বর্তমানে ফের তাঁদের মধ্যে নানা কারণে জটিলতা তৈরি হয়েছে। কিন্তু ফেরাটা তো মিথ্যে নয়। ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চের মঞ্চ হোক বা ১৩ অগস্টে নৈহাটির বড়মার মন্দির সবটার সাক্ষী 'দেশু' অনুরাগীরা। আর তার মাঝেই প্রশ্ন উঠে আসছে, এবার কি তবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেবশ্রী রায়কে একসঙ্গে দেখা যেতে পারে? এবার তা নিয়েই মুখ খুললেন নায়িকা। জি ২৪ ঘণ্টাকে দেওয়া এক সাক্ষাৎকারে দেবশ্রীর থেকে এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে নায়িকা জবাব দেন, ‘তখনকার কথা তখন ভাববো। এখন কিছু ভাবছি না।’
আরও পড়ুন: 'চিরসখা'র 'প্লুটো' পার্থ এবার বিয়ের পিঁড়িতে? জুটিতে খেলেন আইবুড়োভাত! চিনুন তাঁর 'পার্টনার'কে
প্রসঙ্গত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রথম প্রেম, প্রথম ক্রাশ- সবই দেবশ্রী রায়। ভালোবেসে পরস্পরকে বিয়ে করেছিলেন তাঁরা। ছোটবেলার বন্ধুত্ব, যৌবনে পা দিয়েই দাম্পত্যে জড়ান তাঁরা। সালটা ছিল ১৯৯২। তবে খুব বেশিদিন স্থায়ী হয়নি এই সম্পর্ক। তিন বছর পরেই ভেঙে যায় প্রসেনজিৎ-দেবশ্রীর বিয়ে। এই বিচ্ছেদ নিয়ে কম জলঘোলা হয়নি টলিপাড়ায়।