হিংসাত্মক মন্তব্য করে বিতর্কে জড়ালেন তৃণমূল কংগ্রেসের এক ব্লক সভাপতি। রায়না ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি বামদেব মণ্ডল প্রকাশ্য সভা থেকে বিজেপি কর্মীদের উদ্দেশে হুমকি দিয়ে বললেন, যদি এলাকায় চক্রান্ত হয়, যদি বিজেপির নামে সাম্প্রদায়িক বিষ ছড়ানো হয়, তবে দায়ীদের হাত-পা ভেঙে গাছে বেঁধে রাখা হবে। পিটিয়ে ঠান্ডা করে দেওয়া হবে, তারপর পুলিশে তুলে দেওয়া হবে। তাঁর এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
আরও পড়ুন: ফরাক্কায় পুলিশের উপর হামলার অভিযোগ তৃণমূল উপ-প্রধানের বিরুদ্ধে, গ্রেফতার
ঘটনাটি ঘটে মঙ্গলবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শ্যামসন্দুর বাজারে তৃণমূলের মিছিল আয়োজন করা হয়। মিছিলের শেষে জনসভায় বামদেব মণ্ডল মঞ্চে উঠে একের পর এক আক্রমণাত্মক মন্তব্য করেন। বিজেপি নেতাদের উদ্দেশে তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, যদি কেউ কাউকে বাংলাদেশি বলে অপমান করে কিংবা এলাকায় বিভাজনের রাজনীতি করে তাঁদের হাত ভেঙে দেওয়া হবে। গাছে বেঁধে মেরে দেওয়া হবে। এরপর প্রশাসনের কাজ হবে তাঁদের হাসপাতালে পাঠানো।
তৃণমূল নেতার এই মন্তব্যে স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়েছে বিরোধী শিবির। বিজেপির পক্ষ থেকে রায়না ১ ব্লক সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, তৃণমূল এখন ভয় পেয়ে হুঁশিয়ারি দিয়ে বিজেপিকে দমন করার চেষ্টা করছে। এভাবে ভয় দেখিয়ে সাধারণ মানুষকে দমিয়ে রাখা যাবে না। পাশাপাশি তিনি বামদেব মণ্ডলকে ‘হার্মাদ’ আখ্যা দিয়ে বলেন, বাংলার মানুষ এসব ভাষা ভালোভাবে নিচ্ছে না। রাজনীতির পর্যবেক্ষকদের মতে, তৃণমূল নেতার বক্তব্য এমন এক সময়ে এল, যখন রাজ্যে ‘পুশব্যাক’ ইস্যুতে উত্তেজনা চরমে। ভিনরাজ্যে বাংলাভাষী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে হেনস্থা এবং ফেরত পাঠানোর অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে রায়নার ব্লক সভাপতির এমন মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। উল্লেখ্য, এর আগে তৃণমূলের বেশ কয়েকজন নেতা-মন্ত্রীও প্রকাশ্য সভা থেকে বিজেপির বিরুদ্ধে কড়া মন্তব্য করেছিলেন। তবে বামদেব মণ্ডলের বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে তৃণমূলের।