সাতসকালে রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। চোর সন্দেহে এক যুবককে বেধড়ক মারধর করে খুন করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে ক্যানিং থানার তালদি রাজাপুর গ্রামে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম শেখ জামির উদ্দিন, বয়স আনুমানিক ২৮ বছর। ঘটনা এখনও পর্যন্ত একজনকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: মালদায় নাবালিকা প্রেমিকাকে ধর্ষণ-খুন, দেহ লোপাটের চেষ্টা, যাবজ্জীবন সাজা যুবকের
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে গ্রামবাসীরা রাস্তায় এক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। পুলিশে খবর দিলে ক্যানিং থানার কর্মীরা দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃতের বাড়ি জীবনতলা থানার ঘুটিয়ারি শরিফ এলাকায়। তবে তিনি কেন ক্যানিংয়ের ওই গ্রামে এসেছিলেন, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। ঘটনার কিছু পরেই একটি সিসিটিভি ফুটেজ সামনে আসে। সেখানে দেখা যাচ্ছে, একদল যুবক মৃতদেহকে পা’য়ে দড়ি বেঁধে টেনে নিয়ে যাচ্ছে। অভিযোগ, তার আগে খুঁটির সঙ্গে বেঁধে লাঠি ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়েছিল। ফুটেজ প্রকাশ্যে আসতেই এলাকাজুড়ে নিন্দার ঝড় ওঠে।
পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে চুরির অভিযোগের জেরে স্থানীয় কয়েকজন ওই যুবককে আক্রমণ করেছে বলে অনুমান। তবে ঠিক কী কারণে এমন নৃশংস ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, সকালে উঠে দেখেন এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। শোনা গেল চুরি করতে এসে ধরা পড়েছিল। তবে কোথায় বা কী চুরি করেছে, সেটা কেউ জানাতে পারেননি। তিনি আরও বলেন, এলাকায় আগে কখনও এমন ঘটনা ঘটেনি। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যানিং থানা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা নিরাপত্তা ও পুলিশি টহলদারি বাড়ানোর দাবি তুলেছেন।