দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক, সহবাস এবং বিয়ের প্রতিশ্রুতির পর প্রতারণার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। শেষমেশ স্ত্রীর মর্যাদা দাবিতে বিজেপি নেতা প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসলেন এক তরুণী। ঘটনাকে ঘিরে মঙ্গলবার প্রবল আলোড়ন তৈরি হয়েছে মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের দেসালপুরে। অভিযুক্ত প্রেমিক আদিত্য মল্লিক এলাকার পরিচিত বিজেপি নেতা এবং ২০২১ সালের খড়গ্রাম বিধানসভা আসনে বিজেপির প্রার্থী ছিলেন। যদিও তিনি সেই আসনে জয়ী হননি। এলাকায় সক্রিয় রাজনৈতিক মুখ হিসেবেই পরিচিত। ঘটনাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।
আরও পড়ুন: অযোগ্যদের তালিকায় এবার BJP নেতার স্ত্রীর নাম, ষড়যন্ত্রের অভিযোগ গেরুয়া শিবিরের
তরুণীর দাবি, প্রায় দু’ বছর আগে তাঁর সঙ্গে আদিত্যর সম্পর্ক গড়ে ওঠে। সময়ের সঙ্গে বেড়ে ওঠে ঘনিষ্ঠতা। আদিত্য তাঁকে বিবাহের প্রতিশ্রুতি দেন এবং সেই আস্থাতেই তিনি শারীরিক সম্পর্কে জড়ান। অভিযোগ, প্রতিশ্রুতি ভঙ্গ করেই এরপর ধীরে ধীরে সম্পর্ক থেকে সরে আসতে থাকেন ওই নেতা। একসময়ের ঘনিষ্ঠ মানুষ আজ তাঁকে এড়িয়ে চলছেন, উপেক্ষা করছেন। এমনই অভিযোগ তরুণীর। পরিস্থিতি সহ্যের সীমা ছাড়ালে মঙ্গলবার সকালে আদিত্য মল্লিকের বাড়ির সামনে সরাসরি ধর্নায় বসে পড়েন তরুণী। হাতে ছিল তাঁদের একাধিক ব্যক্তিগত ছবি। এই দৃশ্য দেখে দ্রুত এলাকাবাসীর ভিড় জমে যায়। মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা গ্রামে।
তবে সকাল থেকে ওই বিজেপি নেতার দেখা মেলেনি। বাড়ির সদস্যরাও এ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। স্থানীয়দের একাংশের দাবি, ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই তিনি কার্যত আত্মগোপন করেছেন। ধর্নায় বসে তরুণীর স্পষ্ট বক্তব্য, স্ত্রীর মর্যাদা না দেওয়া পর্যন্ত তিনি সেখান থেকে উঠবেন না। তাঁকে যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, সেটা আদায় করেই ফিরবেন।
ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলেও চাপানউতোর শুরু হয়েছে। বিরোধীরা ইতিমধ্যেই বিজেপি নেতাদের ব্যক্তিগত জীবনের এই ধরনের আচরণ নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে। তবে আদিত্য মল্লিক বা বিজেপির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।