মা হওয়ার পর অনেক মহিলার ওজন বেড়ে যায়, বিশেষ করে সি-সেকশন হলে। ১ জুন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। কেটে গিয়েছে প্রায় ৪ মাস। তবে এর মধ্যে তিনি কাজেও ফিরেছেন। সন্তান জন্মের আগে তাঁকে সকলে যেমনটি দেখেছিলেন, সন্তান জন্মের পরও তেমনটি দেখেছেন, বিশেষ কোনও পরিবর্তন খুঁজে পাননি। এমনকী তাঁর ওজন বেড়ে যেতেও দেখা যায়নি। আর তা দেখে অনেকেই বেশ অবাক হয়েছেন। তাই এবার পরম-পত্নী ছবি পোস্ট করতে এক অনুরাগী জানতে চাইলেন ছেলের জন্মের পর এত তাড়াতাড়ি কীভাবে ওজন কমালেন পিয়া? সেই অনুরাগীকে উত্তরও দিয়েছেন গায়িকা।
আরও পড়ুন: মহালয়ায় নয়, তার আগেই শ্বেতার 'মহিষাসুরমর্দ্দিনী' মুক্তি পাবে! জানেন কবে? দেখে নিন
মঙ্গলবার পিয়া সমাজমাধ্যমের পাতায় কিছু ছবি ভাগ করে নেন। সেখানে তাঁকে বাদামি রঙের একটি সুতির টপ ও বেগুনী রঙের জিন্সে দেখা যায়। আগে যেমনটা দেখাত একেবারে তেমনটাই দেখাচ্ছে। তবে শুধু এই ছবি নয়। কিছুদিন আগে জন্মদিনে বন্ধুদের সঙ্গে পুল পার্টি করতে দেখা গিয়েছিল তাঁকে, সেখানেও মনোকিনীতে দেখা গিয়েছিল পিয়াকে। শুধু কী তাই? সন্তান জন্মের ১৬ দিনের মাথায় তিনি যখন গাড়ি নিয়ে বেরিয়েছিলেন, সেই সময়ও তাঁর মধ্যে ওজন বৃদ্ধির কোনও লক্ষণই দেখা যায়নি।
তাই খুব স্বাভাবিক ভাবেই অনেকে প্রশ্ন তুলেছেন এই সময়ের মধ্যে কীভাবে ওজন কমালেন পিয়া? তিনি মঙ্গলবার যে ছবি পোস্ট করেন সেখানে এক অনুরাগী তাঁকে এই প্রশ্ন করে বসেন। আর মজার বিষয় পিয়া তাঁর প্রশ্নের উত্তরও দেন।
আরও পড়ুন: বিয়ে নিয়ে চিন্তার ভাঁজ সায়কের কপালে? 'এখনও জীবনে কেউ…', যা বললেন অভিনেতা
মঙ্গলবার পিয়া নিজের নতুন হেয়ার কার্টের ছবি সকলের সঙ্গে ভাগ করে নেন। বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট জলি চন্দকেও তাঁর সঙ্গে দেখা যায় সেই ছবিতে। ফলে বোঝাই যায় জলির কাছেই নতুন হেয়ার কার্ট করিয়েছেন তিনি। ছবিগুলি পোস্ট করে পিয়া ক্যাপশনে লেখেন, ‘হেয়ার কার্ট, সৌজন্যে জলি।’ আর তাঁর এই পোস্টের কমেন্টে এক অনুরাগী তাঁকে জিজ্ঞাসা করেন, ‘আগে বলুন সন্তান হওয়ার পর এত রোগা হলেন কীভাবে?’ তাঁর এই প্রশ্ন দেখেই পিয়া উত্তর দেন, ‘আসলে আমার ওজন বাড়েই নি।

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মা-বাবা হতে চলার খবর ভাগ করে নেন পরমব্রত ও পিয়া। ২০২৩ সালের নভেম্বর মাসে দু'জনে করেছিলেন আইনি বিয়ে। এবার ছেলেকে নিয়েই করবেন তৃতীয় বিবাহবার্ষিকী পালন।