চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের মার্চ মাসে একটি কন্যা সন্তানের মা হন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। দেখতে দেখতে ৬ মাস সম্পন্ন হলো ছোট রাজকন্যার। মেয়ের ৬ মাস পূর্তি উপলক্ষে একটি ছোট্ট মিষ্টি ভিডিয়ো পোস্ট করেন অভিনেত্রী।
একটি লাল রঙের কুর্তি পরে বাড়িতেই মেয়ের সঙ্গে খুন ছুটিতে মেতে ওঠেন অভিনেত্রী। ভিডিয়োয় মেয়ের মুখ দেখা না গেলেও সে যে মায়ের প্রত্যেকটা কথা বেশ মন দিয়ে শুনছে তা তার হাত পা নাড়ানো দেখেই বোঝা যায়। মেয়েকে কী বলছেন অনিন্দিতা?
আরও পড়ুন: বন্ধু ঋতুর জন্মদিনে আবেগপ্রবণ প্রসেনজিৎ, পরিচালকের স্মরণে কী বললেন রাম কমল?
আরও পড়ুন: 'খুব হিংসে হয়েছিল...', কোন সিনেমায় অভিনয় না করার আক্ষেপ রয়েছে দেবের?
ভিডিয়োয় শুনতে পাওয়া যায় অনিন্দিতা মেয়েকে বলছেন, ‘ও দিদি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন দিদি? ছয় মাস কমপ্লিট। এই তো শুরু। জীবনে এরকম হাজার হাজার ৬ মাস কমপ্লিট করতে হবে। আরও বড় হও। তোমাকে কখনও জোর করব না, কোনও কিছুতেই জোর করব না। নিজের মতো বাঁচো।’
ভিডিয়ো পোস্ট করে অনিন্দিতা লেখেন, ‘বাবা-মা হতে শেখার ছয় মাস কাটলো। আমাদের নতুন টিম মেম্বার আমাদের খুবই সহায়তা করছেন, ছোট মানুষ কি এখন প্রায় লেডি হয়ে উঠেছেন, নানা বিষয়ে মতামত প্রকাশ করছেন, আমাদের ভালো রাখার দায়িত্ব দারুণভাবে পালন করছেন।’
আরও পড়ুন: 'বহুদিন হল নিখোঁজ...', জন্মদিনে কাকে হারিয়ে চিন্তিত শ্রীলেখা?
আরও পড়ুন: শরৎচন্দ্রের ‘পথের দাবি’-র ছায়ায় সিনেমা নিয়ে আসছেন সৃজিত, প্রকাশ্যে মুক্তির তারিখ
অনিন্দিতা আরও লেখেন, ‘আমি ওনাকে কথা দিয়েছি পৃথিবীর সব যুদ্ধের জন্য ওনাকে আমরা প্রস্তুত করব। যতবার পড়বে ততবার উঠে দাঁড়িয়ে রয়ে যাওয়ার সাহস ওনাকে দেব। আর বাকি রইল ভালোবাসতে শেখানো, তার দায়িত্ব তো বাবা নিয়েই রেখেছে, বাবার মত করে ভালো যে খুব কম মানুষ বাঁচতে পারে, তাই না নিনি। (যেমন মায়ের মত খুব কম মানুষ ঝগড়া করতে পারে। হাসির ইমোজি।)’
প্রসঙ্গত, ২০২২ সালের প্রজাতন্ত্র দিবস অর্থাৎ ২৬ জানুয়ারি বিয়ে করেন অনিন্দিতা রায়চৌধুরী এবং সুদীপ সরকার। এই মুহূর্তে দুজনেই ব্যস্ত নিজের কাজে। কাজের ফাঁকে বাকি সময় সন্তানকে দেন এই তারকা জুটি।