‘খাদান’ হোক বা ‘ধূমকেতু’, ‘রঘু ডাকাত’ হোক অথবা ‘বাঘা যতীন’, বিগত বেশ কয়েক বছরে নিজেকে বার বার অন্যরকম চরিত্রে দর্শকদের কাছে মেলে ধরেছেন দেব। তবে প্রত্যেক অভিনেতারই স্বপ্ন থাকে, একটি ড্রিম চরিত্রে অভিনয় করার। দেবের কাছেও তেমনই একটি সিনেমা ছিল ‘সুইজারল্যান্ড’।
অভিনেতা জিৎ-এর প্রোডাকশনে তৈরি হওয়া ‘সুইজারল্যান্ড’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন আবির চট্টোপাধ্যায় এবং রুক্মিণী। সৌভিক কুন্ডু পরিচালিত এই সিনেমায় যেহেতু রুক্মিণী অভিনয় করেছিলেন, তাই আগেই গল্পটি জানতেন দেব। গল্প শোনার পরেই এই সিনেমায় অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছিলেন দেব।
আরও পড়ুন: নাম না করেই শ্বেতাকে তুলোধোনা মৌমিতার, সমাজমাধ্যমে কোন সত্যি তুলে ধরলেন তিনি?
আরও পড়ুন: এবার পুজোয় ফেলুদার সঙ্গে পাড়ি দিন কাঠমান্ডু, কোন ওটিটি-তে মুক্তি পাবে সিরিজটি?
সম্প্রতি সঙ্গীত বাংলার সঙ্গে একটি সাক্ষাৎকারে দেব বলেন, ‘একটা গল্প আমাকে ভীষণ টেনেছিল। সিনেমার নাম ছিল সুইজারল্যান্ড। রুক্মিণী যখন আমায় গল্প বলে তখন আমার মনে হয়েছিল, এই সিনেমায় যদি একবার অভিনয় করতে পারতাম।’
দেব বলেন, ‘সিনেমাটি জিৎদার প্রোডাকশনে তৈরি হচ্ছিল। আমি জিৎদাকে ফোন করে বলি, এই সিনেমায় তুমি কেন অভিনয় করছো না? তুমি যে অন্যরকম ছবি বল, এটা হল সেই অন্যরকম ছবি। কমার্শিয়াল হলেও এই ছবির গল্প একেবারে অন্যরকম। এই সিনেমায় অভিনয় না করার দুঃখ আমার থেকে যাবে।’
আরও পড়ুন: আয়ার হাতে নির্যাতিত কৃষভি, মায়েদের উদ্দেশ্যে বিশেষ বার্তা কাঞ্চন-শ্রীময়ীর
আরও পড়ুন: নতুন রূপে আত্মপ্রকাশ ঋতুপর্ণার, ফরাসি ভাষায় প্রকাশিত হবে তাঁর প্রথম কবিতার বই
দেব সবশেষে বলেন, ‘কোনও কোনও সিনেমা এমন হয় না, যা নিয়ে মানুষের হিংসা হয়। আমার কাছে সুইজারল্যান্ড হল সেই সিনেমা, যেখানে অভিনয় না করতে পারার জন্য আমার হিংসা হয়েছিল।’
প্রসঙ্গত, একদম প্রতিদিন সুইজারল্যান্ড যাওয়ার স্বপ্নকে ঘিরে তৈরি হয়েছিল এই গল্পটি। মধ্যবিত্ত এক দম্পতির প্রতিদিনের জীবনের সঞ্চয় বাঁচিয়ে একটি স্বপ্ন পূরণ করার যে লড়াই দেখানো হয়েছিল, তা সত্যিই অসাধারণ। এই সিনেমায় মুখ্য চরিত্রে আবির অভিনয় করলেও একটি গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল জিৎ - এর।
উল্লেখ্য, গত ১৪ অগস্ট বড়পর্দায় মুক্তি পায় ‘ধূমকেতু’। এই সিনেমায় ৯ বছর পর আবার দেব- শুভশ্রীকে একসঙ্গে দেখে উচ্ছসিত দর্শকরা। ইতিমধ্যেই সিনেমাটি প্রায় ১৫ কোটির গণ্ডি টপকে গিয়েছেন, যা একটি বাংলা সিনেমার কাছে সত্যি গর্বের বিষয়।