শুধু অভিনয়ের জন্য নয়, সব সময় সোজা সাপটা কথা বলার জন্য ভীষণ পরিচিত শ্রীলেখা মিত্র। নির্যাতিত তরুণী হোক অথবা পথকুকুর, সবার আগে সবসময় প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েন অভিনেত্রী। এবার নিজের জন্মদিনেই একেবারে অন্যরকম একটি পোস্ট করে সকলকে চমকে দিলেন অভিনেত্রী।
জন্মদিনের দিন সোশ্যাল মিডিয়ায় নিজের একটি পুরনো ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘এই চওড়া হাসির মেয়েটা আজ বহুদিন হলো নিখোঁজ, নাকি মেয়েটির চওড়া হাসি নিখোঁজ? ধুর ছাই সব গুলিয়ে গেল। ও মনে পড়েছে, আজ মেয়েটির জন্মদিন।’
আরও পড়ুন: নাম না করেই শ্বেতাকে তুলোধোনা মৌমিতার, সমাজমাধ্যমে কোন সত্যি তুলে ধরলেন তিনি?
আরও পড়ুন: এবার পুজোয় ফেলুদার সঙ্গে পাড়ি দিন কাঠমান্ডু, কোন ওটিটি-তে মুক্তি পাবে সিরিজটি?
কি সহজ ভাবে কি অনবদ্য একটি কথা বলে দিলেন অভিনেত্রী। শুধু শ্রীলেখা নন, চারিপাশে এমন হয়তো অনেক মানুষকেই আপনি দেখবেন যারা পরিস্থিতির চাপে হাসতে ভুলে গিয়েছেন। তাদের মধ্যে কজন আছেন যারা নিজেদের মনের কথা এইভাবে সকলের সামনে তুলে ধরতে পারেন? এখানেই তো অভিনেত্রী সকলের থেকে আলাদা।
কয়েক বছরে বাবা-মাকে হারিয়ে বড্ড একা হয়ে গিয়েছেন শ্রীলেখা। একমাত্র মেয়ে বিদেশে পড়াশোনা করে। এই মুহূর্তে শহরে একাই থাকেন তিনি। অন্যদের মতো বিশেষ দিনে, মূলত জন্মদিনের দিন এই পুরনো কথাগুলি বড্ড মনে পড়ে যায় তাই খুব স্বাভাবিকভাবেই মন খারাপ অভিনেত্রীর।
তবে এই বিশেষ দিনে একেবারে একা সময় কাটাবেন না অভিনেত্রী। প্রতি বছরের মতো পথ কুকুরদের সঙ্গে সময় কাটাবেন অভিনেত্রী। গতবছর জন্মদিনের দিন একা বিদেশে সময় কাটিয়েছিলেন, তবে এই বছর বাড়িতেই থাকবেন তিনি।
অভিনেত্রীর এই পোস্টে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন একাধিক তারকা। মৈনাক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘শুভ জন্মদিন।’ অভিনেত্রী শ্রীতমা দে লিখেছেন, ‘শুভ জন্মদিন দিদি। খুব খুব খুব ভালো থেকো।’
আরও পড়ুন: আয়ার হাতে নির্যাতিত কৃষভি, মায়েদের উদ্দেশ্যে বিশেষ বার্তা কাঞ্চন-শ্রীময়ীর
আরও পড়ুন: নতুন রূপে আত্মপ্রকাশ ঋতুপর্ণার, ফরাসি ভাষায় প্রকাশিত হবে তাঁর প্রথম কবিতার বই
প্রসঙ্গত, বড় পর্দায় কেমন ভাবে ছেলেটাকে দেখতে না পেলেও নিজের জীবন কিন্তু এক মুহূর্তের জন্য থামিয়ে রাখেনি তিনি। অভিনয়ের পাশাপাশি পরিচালনায় মন দিয়েছেন শ্রীলেখা। কয়েক বছর আগে জন্মদিনের দিনেই নিজের ইউটিউব চ্যানেল আমি শ্রীলেখা শুরু করেন তিনি। অভিনেত্রীর প্রথম পরিচালিত ছবি ‘ছাদ’, দর্শকদের ভীষণ ভীষণ কাছের।