ফের শোকের ছায়া বিনোদন জগতে। মাত্র ৩৮ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী প্রিয়া মরাঠে। গত দু'বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। অবশেষে রবিবার ভোর চারটের সময় নিজের বাড়িতেই চিরকালের জন্য না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী।
শুধু হিন্দি ধারাবাহিক নয়, মারাঠি ধারাবাহিকেরও একটি পরিচিত মুখ ছিলেন তিনি। 'পবিত্র রিশতা' ধারাবাহিকে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে অভিনয় করেছিলেন প্রিয়া। এছাড়াও 'তু তিথে মী', 'সাথ নিভায়া সাথিয়া', 'ভাগ রে মন', ' উত্তরণ ' সিরিয়ালের মতো একাধিক ধারাবাহিককে অভিনয় করেছেন তিনি।
আরও পড়ুন: নাম না করেই শ্বেতাকে তুলোধোনা মৌমিতার, সমাজমাধ্যমে কোন সত্যি তুলে ধরলেন তিনি?
আরও পড়ুন: এবার পুজোয় ফেলুদার সঙ্গে পাড়ি দিন কাঠমান্ডু, কোন ওটিটি-তে মুক্তি পাবে সিরিজটি?
প্রিয়া সর্বশেষ অভিনয় করেছিলেন একটি মারাঠি সিরিয়ালে। এই ধারাবাহিকটি গত বছর জুন মাসে শেষ হয়। তারপর থেকে আর তেমনভাবে অভিনয় করতে দেখা যায়নি অভিনেত্রীকে। মাত্র ৩৮ বছর বয়সে অভিনেত্রীর এই অকাল প্রয়াণে সকল স্তব্ধ গোটা ধারাবাহিক জগত।
প্রসঙ্গত, ‘কসম সে বিদ্যা’ বালির চরিত্রে অভিনয় করে প্রথম হিন্দি ধারাবাহিকের জগতে প্রবেশ করেন তিনি। পবিত্র রিস্তা ধারাবাহিকে অঙ্কিতার বোন অর্চনার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও ‘উত্তরণ’, ‘সাবধান ইন্ডিয়া’, ‘ভারত কে বীর পুত্র: মহারানা প্রতাপ’ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।
আরও পড়ুন: আয়ার হাতে নির্যাতিত কৃষভি, মায়েদের উদ্দেশ্যে বিশেষ বার্তা কাঞ্চন-শ্রীময়ীর
আরও পড়ুন: নতুন রূপে আত্মপ্রকাশ ঋতুপর্ণার, ফরাসি ভাষায় প্রকাশিত হবে তাঁর প্রথম কবিতার বই
সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয় ছিলেন অভিনেত্রী। গত বছর অগস্ট মাসে সর্বশেষ পোস্ট করেছিলেন তিনি। স্বামী শান্তনু মোঠেকে নিয়ে জয়পুরে বেড়াতে যাওয়ার বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। তবে প্রায় ১ বছর অতিক্রান্ত হয়ে গেলেও অভিনেত্রীকে আর কোনও ছবি পোস্ট করতে দেখা যায়নি।
২০১২ সালে শান্তনু মোঘেকে বিয়ে করেছিলেন প্রিয়া। তাঁরা ‘স্বরাজ্যরক্ষক সম্ভাজি’ ধারাবাহিকে একসাথে কাজ করেছিলেন।