টলিউডের মিষ্টি মেয়ে সন্দীপ্তার জন্মদিন ছিল গত ২৭ অগস্ট। কাজের ফাঁকেই জন্মদিন উপলক্ষে স্বামীর সঙ্গে পাহাড়ের কোলে একান্ত ব্যক্তিগত সময় কাটালেন অভিনেত্রী। সমাজ মাধ্যমের পাতায় তুলে ধরলেন কিছু মুহূর্ত।
সমাজ মাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘সবকিছুর জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমার মতো পার্টনার, যে সব সময় আমাকে সাপোর্ট করে, এমন মানুষকে নিজের মতো করে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আবার ফিরে যেতে হবে কাজে। কিন্তু এই স্মৃতি মনে থেকে যাবে।’
আরও পড়ুন: নাম না করেই শ্বেতাকে তুলোধোনা মৌমিতার, সমাজমাধ্যমে কোন সত্যি তুলে ধরলেন তিনি?
আরও পড়ুন: এবার পুজোয় ফেলুদার সঙ্গে পাড়ি দিন কাঠমান্ডু, কোন ওটিটি-তে মুক্তি পাবে সিরিজটি?
অভিনেত্রী যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে পাহাড়ের কোলে একান্তে সময় কাটাচ্ছেন দুজন। কখনও হোটেলের ব্যালকনিতে বসে ক্যান্ডেল লাইট ডিনার, কখনও আবার একের পর এক কেক কাটিং। বিলাসবহুল রিসোর্টে স্ত্রীর পছন্দের গোলাপ দিয়ে সাজানো বিছানা। স্বামীর কাছ থেকে এমন সুন্দর সারপ্রাইজ পেয়ে কে না খুশি হবে!
এই মুহূর্তে হিন্দি ধারাবাহিক ‘সম্পূর্ণা’-র জন্য অভিনেত্রী রয়েছেন চন্ডিগড়ে। আপাতত শহর ছেড়ে এই বাইরে থাকতে হচ্ছে তাঁকে। তবে এর মাঝেই জন্মদিনের বিশেষ দিনটি এত সুন্দর করে কাটানোর জন্য স্ত্রীর কাছে পৌঁছে গিয়েছিলেন সৌম্য। স্ত্রীকে দিলেন একগুচ্ছ উপহার।
প্রসঙ্গত, ২০২৩ সালে সৌম্যকে বিয়ে করেছিলেন সন্দীপ্তা। দুজনেই সারাদিন থাকেন কাজে ব্যস্ত। কিন্তু এত ব্যস্ততার মধ্যেও স্ত্রীকে জন্মদিনের দিন একা ছেড়ে দেননি সৌম্য, বরং সারপ্রাইজ দেওয়ার জন্য কলকাতা থেকে উড়ে গিয়েছিলেন চন্ডিগড়।
উল্লেখ্য, ‘দুর্গা’ ধারাবাহিকে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়েছিলেন অভিনেত্রী। সর্বশেষ ‘করুণাময়ী রানী রাসমণি ’সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি। এরপর বড় পর্দা এবং ওয়েব সিরিজে একের পর এক কাজে ব্যস্ত ছিলেন সন্দীপ্তা। তবে এবার প্রথম হিন্দি ধারাবাহিকে কাজ করলেন তিনি।
আরও পড়ুন: আয়ার হাতে নির্যাতিত কৃষভি, মায়েদের উদ্দেশ্যে বিশেষ বার্তা কাঞ্চন-শ্রীময়ীর
আরও পড়ুন: নতুন রূপে আত্মপ্রকাশ ঋতুপর্ণার, ফরাসি ভাষায় প্রকাশিত হবে তাঁর প্রথম কবিতার বই
‘সম্পূর্ণা’ ধারাবাহিকটি ‘নষ্টনীড়’ ওয়েব সিরিজের গল্পের আদলে তৈরি করা হয়েছে। ‘নষ্টনীড়’ ওয়েব সিরিজেও অভিনয় করেছিলেন সন্দীপ্তা, খুব স্বাভাবিকভাবেই ‘সম্পূর্ণা’ সিরিয়ালের গল্প তাঁর কাছে নতুন কিছু নয়।