ট্রাম্পের শুল্ক তাণ্ডব, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে পারদ চড়ার ঘটনা, এই সবের মধ্যেই চিনে বসছে ‘সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন’র মেগা সমারোহ। গোটা বিশ্বের নজর এই মুহূর্তে চিনে। সেখানে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ছাড়াও থাকবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে, চিন আজই পা রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই তিন রাষ্ট্রনেতার একসঙ্গে একমঞ্চে থাকা ঘিরে গোটা কূটনৈতিক বিশ্বের নজর রয়েছে চিনের তিয়ানজিনে। সেখানেই বসছে এসসিও বা ‘সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন’র আসর। আর মোদী চিনে পৌঁছতেই তাঁর সঙ্গে ফোনে কথা হয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির।
আলাস্কায় পুতিন -ট্রাম্প বৈঠক, ওয়াশিংটনে জেলেনস্কিকে আমন্ত্রণ করে ট্রাম্পের বৈঠক (সেই বৈঠকে বহু ইউরোপিয় রাষ্ট্রনেতারা ছিলেন), এই সবের পরেও নতুন করে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পারদ চড়েছে। কিছু দিন আগেই ইউক্রেন তার স্বাধীনতা দিবসে রাশিয়ার ওপর জোরালো হামলা চালায়। তারপরই কিয়েভকে জোরদারভাবে টার্গেট করে মস্কো। সদ্য ইউক্রেনের সবচেয়ে বড় রণতরীতে বিধ্বংসী হামলা চালায় রাশিয়া। ফলত ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ঘিরে চড়ছে পারদ। এদিকে, এরই মাঝে চিনের তিয়ানজিনে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন। সেখানে ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে হবে তাঁর সাক্ষাৎ। একটি বৈঠকেরও সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে চিনে মোদী পৌঁছতেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা হয় তাঁর। প্রধানমন্ত্রী মোদী, জেলেনস্কিকে এই ফোনের জন্য ধন্যবাদ জানিয়ে ফের একবার নিশ্চিত করে দিয়েছেন যে ভারতও চায় রাশিয়া-ইউক্রেনের সংঘাতের শান্তিপূর্ণভাবে সমঝোতা। ভারত আগের অবস্থানেই থেকে জানিয়ে দেয় যে, দিল্লি শান্তি ফেরানোর প্রক্রিয়ার সমর্থনে রয়েছে।
প্রধানমন্ত্রী মোদীর অফিসের তরফে এক বক্তব্যে সোশ্যাল মিডিয়ায় বলা হয়,' দুই নেতা ভারত-ইউক্রেন দ্বিপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করেছেন এবং পারস্পরিক স্বার্থের সকল ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছেন। '
জেলেনস্কি তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন,' নিহতদের পরিবার এবং প্রিয়জনদের প্রতি সমবেদনা জানানোর জন্য প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন-র শীর্ষ সম্মেলনের আগে আমরা আমাদের অবস্থান সমন্বয় করেছি। এই যুদ্ধের সমাপ্তি অবিলম্বে তাৎক্ষণিক যুদ্ধবিরতি দিয়ে শুরু করতে হবে, সঙ্গে প্রয়োজনীয় নীরবতা নিয়ে। এই পরিস্থিতিটা সকলেই বুঝেছেন আর সমর্থনও করছেন।'