রাজধানীতে মর্মান্তিক ঘটনা। দিল্লির বিখ্যাত কালকাজি মন্দিরে প্রসাদ নিয়ে বচসার জেরে এক সেবাইতকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আর সিসিটিভি ফুটেজে সেই ঘটনার দৃশ্য ছড়িয়ে পড়তেই শোরগোল পরে গিয়েছে এলাকাজুড়ে।ইতিমধ্যে একজনকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন-ম্যানেজারের কড়া নিষেধাজ্ঞা! কানাড়া ব্যাঙ্কে 'গোমাংস উৎসব' কর্মীদের, হুলুস্থুল কেরলে
পুলিশ সূত্রে খবর, ২৯ আগস্ট অর্থাৎ শুক্রবার রাত সাড়ে ন’টা নাগাদ কালকাজি মন্দিরে প্রসাদ নিয়ে বচসা শুরু হয়, যা পরে রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়। অভিযোগ, একদল ভক্তের হাতে নির্মমভাবে আক্রান্ত হন সেবাইত যোগেন্দ্র সিং (৩৫)। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।উত্তরপ্রদেশের হারদোই জেলার বাসিন্দা যোগেন্দ্র সিং। তিনি দীর্ঘ ১৫ বছর ধরে কালকাজি মন্দিরে সেবায় যুক্ত ছিলেন। পুলিশ জানিয়েছে, একদল ভক্ত দেবীর দর্শন সেরে ‘চুন্নি প্রসাদ’ দাবি করেন। সেই নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা। আর সেই বচসার জেরে কিছুক্ষণের মধ্যেই মন্দির চত্বরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। সেবাইত যোগেন্দ্র সিংকে মাটিতে ফেলে লাঠি দিয়ে বারবার আঘাত করে তিনজন ব্যক্তি। মন্দির চত্বরের সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে সেই ভয়াবহ ছবি। দেখা যাচ্ছে, অচৈতন্য হয়ে মাটিতে পড়ে আছেন যোগেন্দ্র সিং, আর দু’জন যুবক তাঁকে লাগাতার আঘাত করে চলেছেন লাঠি দিয়ে।
আরও পড়ুন-ম্যানেজারের কড়া নিষেধাজ্ঞা! কানাড়া ব্যাঙ্কে 'গোমাংস উৎসব' কর্মীদের, হুলুস্থুল কেরলে
অন্যদিকে, খবর পেয়েই দ্রুত কালকাজি মন্দিরে পৌঁছন পুলিশ। গুরুতর আহত অবস্থায় সেবাইত যোগেন্দ্র সিংকে উদ্ধার করে এইমস ট্রমা সেন্টারে ভরি করা হয়।কিন্তু আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাঁকে বাঁচাতে পারেননি। এদিকে, ঘটনার পর দক্ষিণপুরীর বাসিন্দারা অভিযুক্তদের মধ্যে একজনকে ধরে ফেলেন। এরপরেই অভিযুক্ত ৩০ বছরের অতুল পাণ্ডেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই খুনের মামলা দায়ের করে তদন্তে নেমেছে দিল্লি পুলিশ। পাশাপাশি মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পরিকল্পনা করা হয়েছে।