চলতি বছরেই আর্থিক তছরুপ মামলায় ভারতীয় ধনকুবের ব্যবসায়ী বলবিন্দর সিং সাহনিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে দুবাই আদালত। ‘আবু সাবাহ’ নামে পরিচিত ওই ব্যবসায়ীকে কারাদণ্ডের পাশাপাশি ১ কোটি টাকা জরিমানাও করা হয়। সাজার মেয়াদ শেষে তাঁকে সংযুক্ত আরব আমিরশাহির থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। এবার সেই একই মামলায় তাঁকে ১৫ কোটি দিরহাম ( ৩,৫৮,০৪,৩৮,৫০০ টাকা) দিয়েছে আদালত।
সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রীয় দৈনিক দ্য ন্যাশনাল জানিয়েছে, ২০২৪ সালের শেষ দিকে বুর দুবাই থানায় অভিযোগ দায়ের হওয়ার পর সাহনির বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্ত শেষে ১৮ ডিসেম্বর মামলাটি জনঅভিযোগ বিভাগে পাঠানো হয়। ২০২৫ সালের ৯ জানুয়ারি আদালতের প্রথম শুনানি অনুষ্ঠিত হয়। মামলার তদন্তে উঠে আসে, সাহনি এবং তার সহযোগীরা সংঘবদ্ধ চক্র গঠন করে শেল কোম্পানির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন। জানা গেছে, তিনি বিটকয়েন-সহ ডিজিটাল মুদ্রায় গোপন অর্থ পাচার করেছিলেন। এজন্য তারা বিভিন্ন সন্দেহজনক আর্থিক লেনদেন এবং দেশি-বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতেন। বুর দুবাই পুলিশ স্টেশন থেকে পাবলিক প্রসিকিউশনে স্থানান্তরের পর এই মামলার কার্যক্রম শুরু হয়। মামলায় সাহনি ও তার ছেলে-সহ মোট ৩৩ জনকে আসামি করা হয়।
দুবাইয়ের চতুর্থ ফৌজদারি আদালত মামলার রায় ঘোষণার সময় কিছু আসামির অনুপস্থিতিতেই রায় দেন। আদালতের রায় অনুযায়ী, একটি ‘সংগঠিত অপরাধচক্রে’ জড়িত থাকার দায়ে সাহনি-সহ ২০ জনকে পাঁচ লাখ দিরহাম জরিমানা ও পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি কারাদণ্ড ভোগের পর ইউএই থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে।এই সাজা সাহনির ছেলের ক্ষেত্রেও প্রযোজ্য। দণ্ডপ্রাপ্তদের কিছু সম্পত্তি, যেমন মোবাইল ফোন ও ১৫ কোটি দিরহাম বাজেয়াপ্ত করা হয়েছে।এ ছাড়া অন্য আরেকটি গ্রুপের ১০ জনকে এক বছর কারাদণ্ড ও দুই লাখ দিরহাম জরিমানা করা হয়েছে এবং তাদেরও সাজা শেষে বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত তিনটি কম্পানিকে ৫০ লাখ দিরহাম জরিমানা করা হয়েছে।আসামিরা পাকিস্তান,ব্রিটেন, ভারত, ইরাক, জর্ডান, প্যালেস্টাইন এবং নেদারল্যান্ডস-সহ বিভিন্ন দেশের বাসিন্দা।
বলবিন্দর সিং সাহনি কে?
বলবিন্দর সিং সাহনি একটি আন্তর্জাতিক সম্পত্তি ব্যবস্থাপনা কোম্পানির প্রতিষ্ঠাতা ও বিলাসবহুল জীবনযাপনের জন্য পরিচিত।সংযুক্ত আরব আমিরশাহী ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, কুয়েত, ভারত-সহ বিভিন্ন দেশে তার ব্যবসা বিস্তৃত রয়েছে। বলবিন্দর সিং সাহনি ২০১৬ সালে ৩৩ মিলিয়ন দিরহামে (তৎকালীন প্রায় ৬০ কোটি টাকা) দুবাইয়ের একটি গাড়ির ভিআইপি নম্বর প্লেট 'ডি৫' কিনে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। এটি তখন বিশ্বের সবচেয়ে দামি নম্বর প্লেট হিসেবে রেকর্ড গড়েছিল। বিলাসবহুল জীবনযাপন এবং বিশাল বিনিয়োগের জন্য তিনি দীর্ঘদিন ধরেই আলোচিত ছিলেন।