টানা বৃষ্টির দাপটে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গ-সিকিম সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়ক। শুক্রবার ভোরে সেবক করোনেশন ব্রিজের কাছেই হঠাৎ করে ধসে রাস্তার এক বড় অংশ কার্যত ভেসে যায়। বিশাল আকৃতির পাথর এবং মাটি রাস্তার উপর এসে পড়ায় আপাতত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল। প্রশাসনের অনুমান, ধস সরিয়ে পথ মেরামত করতে দীর্ঘ সময় লেগে যাবে। (আরও পড়ুন: দেশে জনপ্রিয়তা বেড়েছে মমতার, CM হিসেবে রাজ্যে কমেছে গ্রহণযোগ্যতা: সমীক্ষা)
আরও পড়ুন: ধসের জেরে ফের অচল ১০ নম্বর জাতীয় সড়ক, ব্যাহত সিকিম-কালিম্পংয়ে যোগাযোগ ব্যবস্থা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকেই পাহাড়ে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়। তার জেরেই মাটি আলগা হয়ে এই ধস নামতে পারে বলে মনে করছে প্রশাসন। আশঙ্কা, সড়কের অন্যান্য অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ধস সরানোর পরই প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। ১০ নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ি থেকে সরাসরি সিকিমে যাওয়ার অন্যতম প্রধান পথ। এই সড়ককেই সিকিমের ‘লাইফলাইন’ বলা হয়ে থাকে। ফলে রাস্তা বন্ধ থাকায় পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। কালিম্পং জেলা প্রশাসন ইতিমধ্যেই বিকল্প রাস্তার ব্যবস্থা করেছে। লাভা ও গরুবাথান হয়ে সিকিমে পৌঁছনোর পরামর্শ দেওয়া হয়েছে যাত্রীদের। তবে সেই পথ অনেকটা ঘুরপথে, ফলে সময় ও খরচ দুটোই বাড়বে।
এর আগেও টানা বর্ষণে বারবার বিপর্যস্ত হয়েছে এই সড়ক। কয়েক দিন আগেই শ্বেতীঝোড়ার কাছে রাস্তায় ফাটল ধরা অংশ ভেঙে তিস্তা নদীর গর্ভে তলিয়ে যায়। তারও আগে একাধিক জায়গায় পাথর গড়িয়ে পড়ায় বহু ঘণ্টা আটকে ছিল যানবাহন। জাতীয় সড়ক কর্তৃপক্ষ বারবার মেরামতির কাজ চালালেও প্রকৃতির দাপটে আবারও ভেঙে পড়ল এই গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। ১৫ অগস্ট সন্ধ্যায় ধস সরিয়ে অল্প সময়ের জন্য যান চলাচল শুরু হয়েছিল এই সড়কে। কিন্তু শুক্রবার ভোরে ফের বড় আকারের ধসে আবার স্তব্ধ হয়ে গেল উত্তরবঙ্গ-সিকিমের প্রধান রাস্তা।