বাহুবলী এবং আরআরআর ছবির পরিচালক এস এস রাজামৌলি তাঁর পরবর্তী ছবি ‘এসএসএমবি ২৯’ নিয়ে আসছেন। এই খবর আগেই প্রকাশ্যে এসেছিল। আর তা প্রকাশ্যে আসা মাত্রই, তা নিয়ে শুরু হয়েছিল ব্যাপক চর্চা। জানা গিয়েছে, এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া এবং পৃথ্বীরাজ সুকুমারনকে।
আরও পড়ুন: ছেলের জন্মের ৪ মাসের মধ্যে কীভাবে এত ওজন কমালেন পিয়া? অনুরাগীর প্রশ্নে মুখ খুললেন পরম-পত্নী
জানুয়ারিতে এই ছবির শুভ মহরৎ হয়ে গিয়েছে। পুজোর মাধ্যমে এই ছবির কাজ শুরু হয়। ছবির খবর প্রকাশ্যে আসার পর থেকেই এই ছবি নিয়ে আলোচনার শেষ নেই। এখন প্রতিবেদন অনুসারে ছবির বাজেটও প্রকাশ্যে এসেছে। কেনিয়ার সংবাদমাধ্যমের মতে, এই ছবির বাজেট অবাক করার মতো। জানেন ছবির বাজেট কত?
আরও পড়ুন: 'চিরসখা'র 'প্লুটো' পার্থ এবার বিয়ের পিঁড়িতে? জুটিতে খেলেন আইবুড়োভাত! চিনুন তাঁর 'পার্টনার'কে
জানা গিয়েছে, সম্প্রতি ছবির টিম কেনিয়ায় ছবির বেশ একটা অংশের শ্যুটিং সম্পন্ন করেছে। সেই সময় নাকি পরিচালক এসএস রাজামৌলি কেনিয়ার প্রধানমন্ত্রী ক্যাবিনেট সচিব এবং পররাষ্ট্রমন্ত্রী মুসালিয়া মুদাবাদীর সঙ্গে দেখাও করেছিলেন। মুসালিয়া নিজে তাঁর এক্স হ্যান্ডেলে ছবির টিমের সঙ্গে দেখা করার ছবি শেয়ার করেছিলেন। জানিয়েছেন যে, এই ছবিটি ১২০টি দেশে মুক্তি পাবে। এছাড়াও, কেনিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে যে, ছবিটির বাজেট ১০০০ কোটি টাকারও বেশি।
কেনিয়ার মিডিয়া পোর্টাল দ্য স্টারের এক প্রতিবেদন অনুসারে, ছবিটির বাজেট প্রায় ১৩৫ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১১৮৮ কোটি টাকা), যা এশিয়ান সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় ছবিগুলির মধ্যে একটি হতে চলেছে।
আরও পড়ুন: সাবিত্রীর সাজ নিয়ে কটাক্ষ! 'মনকে এখনও তেমন বুড়ো করে ফেলিনি যে, সাজব না…', জবাব বর্ষীয়ান অভিনেত্রী
ছবির রিপোর্ট অনুসারে, ‘SSMB 29’ দুটি পর্বে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে নির্মাতারা এখনও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি। এপ্রিল মাসে ছবির শ্যুটিং শুরু হয়েছিল। আফ্রিকার বিভিন্ন লোকেশন যেমন মাসাই মারা লেক নাইভাশ্য সাম্বুরু, মাউন্ট কিলিমাঞ্জারো এবং আম্বোতেলিতে অনেক গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং করা হয়েছে। ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া এবং মহেশ বাবুর জুটি দেখার জন্য অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা।