বাংলা বিনোদন জগতের উজ্জ্বল নক্ষত্র সাবিত্রী চট্টোপাধ্যায়। বাংলা সিনেমার স্বর্ণযুগ থেকে এখনও পর্যন্ত সমান দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন নায়িকা। ধারাবাহিক হোক বা ছবি সব কিছুতেই অভিনয় করে এখনও তাক লাগিয়ে চলেছেন দর্শকদের। বর্তমানে নায়িকার বয়স প্রায় ৮৮ বছর। কিন্তু এখনও তিনি মনের দিক থেকে ভীষণ রঙিন। তাই যে কোনও অনুষ্ঠানে তাঁকে বেশ সাজগোজ করেই অংশ নিতে দেখা যায়।
আরও পড়ুন: টুকটুকে লাল বেনারসী, হাতে পান চুপিচুপি বিয়ের পিঁড়িতে পর্দার ‘গরিমা’ লেখা?
এখনও শাড়ির সঙ্গে ম্যাচিং মানান সই গয়না, আইশ্যাডো, লিপস্টিক, আইলাইনারে সুন্দর করে সাজতে দেখা যায়। কিন্তু অভিনেত্রীর এই সাজ নিয়ে অনেকে প্রশংসা করলেও, ইন্ডাস্ট্রির অন্দরে অনেকেই তাঁর সাজ নিয়ে নানা কটাক্ষও করেন আড়ালে। এবার সেই সবটা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। দিলেন যোগ্য জবাব।
আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেত্রী এই প্রসঙ্গে বলেন, ‘সাজতে বরাবরই ভালবাসি। তাতে যদি কেউ নিন্দা করে তো করুক। মনকে এখনও তেমন বুড়ো করে ফেলিনি যে, সাজব না। আমার সাজ মার্জিতই।’ তবে গাঢ় লিপস্টিক পছন্দ নয় অভিনেত্রীর।
আরও পড়ুন: কয়েক মাস আগেই ভেঙেছে বিয়ে, ‘আমার বলে কিছুই নেই…’, হঠাৎ কেন লিখলেন সুস্মিতা?
বর্তমানে তাঁকে 'চিরসখা' ধারাবাহিকে মেগার মুখ্য চরিত্র ‘কমলিনী’র বড় মাসি শাশুড়ির ভূমিকায় দেখা যাচ্ছে। তাছাড়াও চলতি বছরে মুক্তি প্রাপ্ত ইউন্ডোজ প্রোডাকশন হাউজের ছবি ‘আমার বস’-এ নায়িকাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখে ছিলেন দর্শকরা। সেই ছবিতে অভিনেত্রীর সঙ্গে রাখি গুলজারকে দেখা গিয়েছিল। এর পাশাপাশি সদ্যই অভিনেত্রী দেবলীনা কুমার, সুস্মিতা চট্টোপাধ্যায় ও রূপসা মুখোপাধ্যায়ের সঙ্গে পুজো স্পেশাল একটি মিউজিক ভিডিয়োর কাজও সেরেছেন। তাছাড়াও কিছু দিন আগে সুদীপ্তা চক্রবর্তী সঞ্চালিত শো 'লাখ টাকার লক্ষ্মী লাভ' নামে সান বাংলার জনপ্রিয় গেম শোতে নায়িকাকে দেখা গিয়েছিল।
তবে কেবল 'চিরসখা' নয় এর আগেও একাধিক মেগায় অভিনেত্রীকে নানা চরিত্রে নজর কাড়তে দেখা গিয়েছে। আসলে কাজের মধ্যে থাকতে ভালোবাসেন অভিনেত্রী তাই এই বয়সে এসেও শরীরিক সমস্যাকে উপেক্ষা করে মনের আনন্দে কাজ করে যাচ্ছেন। এই প্রসঙ্গে নায়িকা বলেন, ‘সময়ের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করি সবসময়। নিজেকে সচল রাখাই মুখ্য উদ্দেশ্য। ছোট ছোট ছেলেমেয়েরা কাজ করছে, দেখে আমার ভালো লাগে।’