জ্যাসমিন ভাসিন এবং আলি গনি হিন্দি টেলিভিশনের অন্যতম আদুরে জুটি। বিগ বসের ঘরে শুরু হয়েছিল তাঁদের প্রেমসফর। দীর্ঘসময় ধরে একসঙ্গে রয়েছেন দুজনে। ধর্ম বাধ সাধেনি এই সম্পর্কে। বর্তমানে লিভ ইন সম্পর্কে রয়েছেন তাঁরা।
কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে জ্যাসমিনের প্রেমিক। বন্ধু নিয়া শর্মার সঙ্গে জুটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভাইরাল ভিডিওতে গণেশ চতুর্থীর আমেজ চোখে পড়ার মতো। জ্যাসমিন ভাসিন এবং নিয়া শর্মা গণপতি বাপ্পা মোরিয়া বলে জয়ধ্বনি দিচ্ছেন। কিন্তু দুজনের মাঝে চুপ করে দাঁড়িয়ে আছেন আলি গনি। একবারের জন্য বিঘ্নহর্তার নাম উচ্চারণ করেননি আলি।
এই ভিডিওতে ভাইরাল হতেই নেটপাড়ার ক্ষোভের মুখে আলি গনি। তাঁরা বলছেন, আলি গনি কেন গণপতি বাপ্পা মোরিয়া উচ্চারণ করছেন না? যদি বাপ্পার নাম নিতে আপত্তি থাকে, তাহলে তাঁর উৎসবে সামিল কেন হয়েছেন? একই সঙ্গে কিছু মানুষ আলি গনির পক্ষ নিয়েছেন। তাঁরা বলছেন, গণেশ বন্দনা করা বা না করাটা আলির ব্যক্তিগত পছন্দ। তাঁদের বিশ্বাস ধর্ম যার যার, উৎসব সবার।
ভিডিওতে নিয়া শর্মাকে সাদা ও সোনালি রঙের স্যুটে দেখা যাচ্ছে। একই সঙ্গে গোলাপি ও হলুদ রঙের স্যুটে দেখা যাচ্ছে জ্যাসমিন ভাসিনকে। আলি গনিকে নীল রঙের কুর্তা পরে থাকতে দেখা যায়। এই ভিডিও শেয়ার করে অনেকেই আলি গনিকে ট্রোল করছেন। একজন ব্যবহারকারী লিখেছেন- আলির মুখে ধর্মনিরপেক্ষতা দৃশ্যমান। একই সঙ্গে আরেক ব্যবহারকারী সতর্কতার সুরে লিখেছেন- জ্যাসমিন এখনো ভেবে দেখার নেওয়ার সময় আছে। তৃতীয় একজন ব্যবহারকারী লিখেছেন- আলির মুখে ঔদ্ধত্যের ছাপ দেখা যাচ্ছে। একজন লিখেছেন, ‘আলির মুখ দেখেই বোঝা যাচ্ছে তিনি অস্বস্তি বোধ করছেন’।
কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীও আলির পক্ষ নিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন- ‘কেউ কাউকে জোর করতে পারবে না’। আরেকজন ব্যবহারকারী লিখেছেন- কারও ধর্মকে সম্মান করা মানে এই নয় যে আপনি তা অনুসরণ করবেন। জ্যাসমিনের ধর্মকে আলি সম্মান করে বলেই তো উৎসবে সামিল হয়েছে'। একজন লিখেছেন, ‘সত্যি কথা বলতে তিনি অন্য ধর্মের। সেখানে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে আছেন তিনি। এটা খুব ভালো দিক।’