নিঃসন্দেহে এই বছরের টলিউডের সবথেকে হিট ছবি ‘ধূমকেতু’। এই ছবির হাত ধরে আবার ১০ বছর পর বড়পর্দায় দেব শুভশ্রীকে দেখে আনন্দে আটখানা হয়েছিলেন দর্শকরা। তবে যে জুটিকে দেখার জন্য এত অপেক্ষা, সেই দেব-শুভশ্রীর মধ্যেই চলা ঠাণ্ডা লড়াইয়ের সাক্ষী দর্শকমহল।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেবের একটি ভিডিয়ো ভাইরাল হয় যেখানে দেবকে বলতে শোনা যায়, ২০২৫ সালে যদি ধূমকেতু তৈরি হয় তাহলে হয়তো শুভশ্রীকে সিনেমায় নেওয়া হতো না। সঙ্গীত বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে দেব বলেছিলেন, ‘এই মুহূর্তে শুভশ্রী দুই বাচ্চার মা, বিবাহিত। ওর মধ্যে এখন আর সেই ইনোসেন্স ব্যাপারটা নেই। তাই চরিত্র যেটা ডিমান্ড করত সেটা হয়তো ও দিতে পারত না। সেক্ষেত্রে ওকে অন্য রোল অফার করা হতো।’
আরও পড়ুন: বন্ধু ঋতুর জন্মদিনে আবেগপ্রবণ প্রসেনজিৎ, পরিচালকের স্মরণে কী বললেন রাম কমল?
আরও পড়ুন: 'খুব হিংসে হয়েছিল...', কোন সিনেমায় অভিনয় না করার আক্ষেপ রয়েছে দেবের?
দেবের এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই নয়নদীপ রক্ষিতকে দেওয়া একটি সাক্ষাৎকারে শুভশ্রী বলেন, ‘একটা সেন্সেবল মানুষ কীভাবে এমন কথা বলে আমার জানা নেই। আমার পার্শ্ব চরিত্রের অভিনয় করতে কোনও অসুবিধা নেই কারণ আমি ‘সন্তান’ করেছি। কিন্তু এমন একটা অসম্মান সূচক মন্তব্য, কেউ কীভাবে করে আমি জানি না।’
শুভশ্রীর এই মন্তব্যের পরেই আম অর্পিতা চ্যানেলে দেওয়া একটি সাক্ষাৎকারে দেবকে বলতে শোনা যায়, ‘আমায় প্রশ্ন করা হয়েছিল যে এখন ধূমকেতু করলে শুভশ্রীকে নেওয়া হতো কিনা। আমি ওঁকে কথা দিয়েছিলাম আমার প্রযোজনা সংস্থার প্রথম কাজে ও থাকবে। কিন্তু ১০ বছর আগে যে চরিত্রে ও ফিট ছিল, সেটা এখন নাও হতে পারে। আমি কিন্তু নিজের জন্য এ কথা বলেছিলাম। চরিত্র যদি ডিমান্ড না করত তাহলে আমি নিজেও অভিনয় করতাম না।’
এবার ভাইরাল হল দেবের আরও একটি সাক্ষাৎকারের ভিডিয়ো। দেবের ফ্যান পেজ বিডি দেব ফ্যানস ক্লাব নামের একটি পেজ থেকে ভিডিয়ো পোস্ট করা হয় যেখানে অনামিকা অধিকারীকে দেওয়া একটি সাক্ষাৎকারে দেব বলেন, ‘ধুমকেতু ছবির প্রথম নায়িকা হিসেবে কিন্তু শ্রাবন্তীকে প্রথম অ্যাপ্রচ করা হয়েছিল। শুভশ্রীকে নয়।’
দেব আরও বলেন, ‘রানা সরকার আর কৌশিক গঙ্গোপাধ্যায়ের মনে হয়েছিল যে এই ছবির হাত ধরে দেব আর শুভশ্রীকে কামব্যাক করানো যেতে পারে। তাই পরবর্তী সময়ে শ্রাবন্তীকে নয়, শুভশ্রীকে নেওয়া হয়েছিল। কিন্তু যে কথাটা নিয়ে এত বিতর্ক, শ্রাবন্তীও কিন্তু তখন বিবাহিত এবং এক বাচ্চার মা ছিল।’
আরও পড়ুন: 'বহুদিন হল নিখোঁজ...', জন্মদিনে কাকে হারিয়ে চিন্তিত শ্রীলেখা?
আরও পড়ুন: শরৎচন্দ্রের ‘পথের দাবি’-র ছায়ায় সিনেমা নিয়ে আসছেন সৃজিত, প্রকাশ্যে মুক্তির তারিখ
সবশেষে দেব বলেন, ‘শুধু ধূমকেতুর জন্য নয়, শ্রাবন্তীর সঙ্গে যবে থেকে আমি ছবি করছি তবে থেকে শ্রাবন্তী বিবাহিত এবং এক ছেলের মা। তাই এই ব্যাপারটা নিয়ে আমার মধ্যে কখনওই কিছু কাজ করেনি। তবে আমার মনে হয়, আমাদের সবাইকেই এগিয়ে যেতে হবে। সবকিছু মেনে নিতে হবে।’